প্রত্যয়ের অন্তর মম বিকশিত করো শিরোনামে চিত্র প্রদর্শনী
প্রত্যয়ের অন্তর মম বিকশিত করো শিরোনামে চিত্র প্রদর্শনী প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রাপ্ত বিষয়ে আরো বেশী চর্চার সুযোগ করে দেওয়ার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য মাসিক নিয়মিত আয়োজন "অন্তর মম বিকশিত করো" শিরোনামে চিত্রপ্রদর্শনী আজ ৩১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে "অন্তর মম বিকশিত করো" শিরোনামের এই আয়োজনের ১২তম পর্বে অংশ নেন প্রত্যয়ের চিত্রাঙ্কন বিভাগের ৮ জন শিক্ষার্থী। প্রদশর্ন করা হয় তাদের আঁকা ১৬টি ছবি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা ডা. শাখাওয়াত হোসাইন হিরু, দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, চারুরং আর্ট স্কুল পরিচালক চিত্রশিল্পী হামেদ হাসান, ক্যানভাস পাপেট থিয়েটার এর পরিচালক চিত্রশিল্পী কামরুল ইসলাম, চিত্রণ আর্ট ও সুন্দর লেখা শেখার স্কুল পরিচালক চিত্রশিল্পী টিকলু দে, কুসুম কলি আর্ট স্কুল এর পরিচালক চিত্রশিল্পী রাজন দে, শিল্প বাড়ী আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী নয়ন দে, শিল্পশৈলী আর্ট স্কুলের পরিচালক চিত্...