কম্বোডিয়ায় ‘বঙ্গবন্ধু’র নামে সড়ক


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কম্বোডিয়ার রাজধানী নমপেনের একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে নমপেনে এই সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
গণহত্যার শিকার হওয়া দুই দেশ বাংলাদেশ ও কম্বোডিয়ার একে অপরের জাতির জনকের নামে গুরুত্বপূর্ণ শহরের প্রধান সড়কের নামকরণের সিদ্ধান্ত নেওয়ার অংশ হিসেবে এটি করা হয়েছে। একই সিদ্ধান্ত       অনুসারে ঢাকার কূটনৈতিক জোনের অন্যতম প্রধান সড়ক বারিধারা পার্ক রোডের নাম পরিবর্তন করে কম্বোডিয়ার জাতির জনক ও সাবেক রাজা নরোদম সিহানুকের নামে করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। শিগগিরই ঢাকায় এই নামকরণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার দিনক্ষণ ঠিক করবে দুই দেশ। কম্বোডিয়া প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এম হুমায়ুন কবির গতকাল টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নমপেনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার নাম বঙ্গবন্ধুর নামে হওয়ায় কম্বোডিয়াবাসী তার সম্পর্কে আগ্রহী হয়েছে। দেশ হিসেবে কম্বোডিয়ায় অপেক্ষাকৃত কম পরিচিত বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছে অনেকেই। এটা প্রবাসী বাংলাদেশিদের মর্যাদাও বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
এর আগে, চলতি বছরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় নয়াদিল্লির শঙ্কর রোড-মন্দির মর্গ ট্রাফিক চত্বর থেকে রাষ্ট্রীয় রাম মনোহর লোহিয়া হসপিটালের সামনে মাদার টেরিজা ক্রিসেন্ট পর্যন্ত সড়কটির পুরোনো নাম পার্ক স্ট্রিট পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়