শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার : পটিয়ার জঙ্গলখাইন শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাইফুল ইসলাম

রেজা মোঃ জামশেদ: জাতীয় শ্রমিক লীগ পটিয়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার একটি শ্রমিক বান্ধব সরকার। এ সরকার শ্রমিকের কল্যাণের পাশাপাশি সারাদেশে সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এর থেকে পটিয়াও বাদ যায়নি।
পটিয়া থেকে বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়ায় ব্যাপক উন্নয়ন উন্নয়ন হয়েছে। যা অব্যাহত রাখতে আবারো পটিয়ায় নৌকাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি গতকাল পটিয়া উপজেলা জঙ্গলখাইন ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন সভাপতি মিজানুর রহমনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগ  নেতা সাহেদউদ্দিন সুমন, উপজেলা শ্রমিক নেতা আবদুর রাজ্জাক, আবুল কাশেম, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সবুজ প্রমুখ। পরে কেক কেটে এ অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়