রাঙ্গুনিয়া চন্দ্রঘোনায় ট্রাক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী শিশুর মৃত্যু

কাজী ফিরোজঃ  চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ট্রাক চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  গত শুক্রবার ৫ই অক্টোবর সকালে ১১নং চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বুইজ্জার দোকান নামক স্থানে চট্টগ্রাম -কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. নিরব (৮)। সেই ঐ এলাকার সিকদারপাড়ার মোহাম্মদ টিপুর পুত্র।



নিহত নিরব চন্দ্রঘোনা হযরত অলীশাহ্ ও হাফেজ ছমিউদ্দিন শাহ্ দাখিল মাদ্রাসার ২য় শ্রেনির ছাত্র ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


স্থানীয় এক প্রত্যক্ষদর্শী গাজী নাজিম উদ্দিন বলেন, শুক্রবার সকালে বাড়ি থেকে কাপ্তাই সড়কের উত্তরে গুমাইর বিলে যাচ্ছিল নিরব সহ অপর দুই শিশু। যাওয়ার পথে কাপ্তাই সড়ক পার হওয়ার সময় পশ্চিম দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু নিরব ১ ভাই ১ বোনের মধ্যে একমাত্র ছেলে সন্তান ছিল।'

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়