লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন এর উদ্দ্যােগে খৎনা ক্যাম্প


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন এর উদ্যোগে নগরীর খুলসিস্থ খুলসি কলোনি জামে মসজিদ- মাদ্রাসায় বিনামূল্যে খৎনা ক্যাম্প সম্পন্ন ।

এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ৩১৫-বি৪ এর সম্মানিত জেলা গভর্নর লায়ন নাছিরউদ্দিন চৌধুরী এমজেএফ ,প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন জাহেদুল ইসলাম, কেবিনেট জয়েন্ট সেক্রেটারী  লায়ন আরসাদ আরজু, জি এম টি এরিয়া লিডার লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মাহাবুব খান আইপিপি, লায়ন একে এম এ মুক্কিত,লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট  সাংবাদিক হাসান আকবর।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব মেট্রোপলিটন  এর ভাইস প্রেসিডেন্ট লিও ইসমাইল আজিজ (আলভি),লিও রনি, লিও মুরাদ,লিও সাজু সহ আরোও অনেকে।
উক্ত প্রোগ্রামে সহযোগিতায় ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং এমিবেল রোজ গার্ডেন ও লিও ক্লাব অব চিটাগাং ক্যামব্রিয়ান।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়