বাংলাদেশের ডা. নাসের খান অ্যামেরিকায় 'ফ্রম দি হার্ট -২০১৯' পুরস্কারে ভূষিত


হৃদরোগ বিশেষজ্ঞ প্রবাসী ডা. নাসের খান এম.ডি,এফ.আর.সি.পি সম্প্রতি আমেরিকান হার্ট এসোসিয়েশন কর্তৃক "ফ্রস দি হার্ট-২০১৯" পুরস্কারে ভূষিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের আইওয়া মেথডিষ্ট হাসপাতালের হৃদরোগ বিভাগের উন্নয়নে বিভিন্ন উন্নয়নে বিভিন্ন সফল কর্মসূচীর নেতৃত্ব প্রদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই সম্মাননা লাভ করেন।

তিনি উক্ত হাসপাতালের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বিভাগের পরিচালক এবং আইওয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভিগের প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন।

বাংলাদেশের এই কৃতি চিকিৎসক ১৯৯৬ সালে এম.বি.বি.এস ফাইনাল পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদক লাভ করেন। তিনি ব্যারিষ্টার আবুল খায়ের খান ও মিসেস সালমা খানমের একমাত্র সন্তান এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক- সমাজ সেবক আলহাজ্ব সাহেদ আজগর চৌধুরীর জামাতা।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়