লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী ২০১৯-২০ বর্ষের নতুন কমিটি গঠন


লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী ২০১৯-২০ বর্ষের নতুন কমিটি গঠন
চট্টগ্রাম প্রতিনিধিঃ
মানবতার সেবায় বিশ্বের সর্ববৃহৎ সংগঠনগুলোর মধ্যে অন্যতম সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাধীন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক-৩১৫-বি৪ এর অঙ্গ সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী’র ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার নুরুজ্জামান এর সঞ্চালনায় ও ক্লাব সভাপতি লায়ন আনিসুল হকের সভাপতিত্বে লায়ন্স ক্লাব অব চিটাগং শতাব্দী’র বিশেষ সভা ক্লাবের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
২০১৯-২০২০ সেবাবর্ষের জেলা ৩১৫-বি৪ গভর্ণর কল “হাসির তরে সেবা’ কে সামনে রেখে লায়ন ওমর ফারুক সাগর কে সভাপতি, সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্ কে সেক্রেটারী, ব্যাংকার লায়ন আবদুল্লাহ আল রায়হানকে ট্রেজারার করে ২০১৯-২০২০ সেবাবর্ষের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কেবিনেট সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের মেম্বারশীপ চেয়ারপার্সন ও লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন, জোন চেয়ারপার্সন প্রমুখ।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়