শেখ রাসেলের হত্যাকারীরা এজিদের প্রেত্মাতা: ওলামা লীগ

 


শেখ রাসেলের হত্যাকারীরা এজিদের প্রেত্মাতা: ওলামা লীগ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের হত্যাকারীরা এজিদের প্রত্মাতা বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী।    


রবিবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে ওলামা লীগ আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।


ওলামা লীগের সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী বলেন, কারবালা প্রান্তরে নবী (সা.) এর বংশ নির্বংশ করেছে এজিদ। সেই ধারাবাহিকতায় এজিদের প্রেত্মাতারা ৭৫ এর ১৫ আগস্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। নরঘাতকরা সেদিন বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করেছে। যা মানবতার ইতিহাসের একটি সবচেয়ে নিকৃষ্ট ঘটনা। ইসলামের দৃষ্টিতে মানুষ হত্যা অমার্জনীয় ও কবিরা গুনাহ। পরিতাপের বিষয় হচ্ছে ৭৫ এর ঘাতকদের সহযোগিরা এখনও বিভিন্ন ব্যানারে দেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে।  যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা বিনির্মানের অন্তরায়।


এসময় ন্যশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন বলেন, শেখ রাসেল নিষ্পাপ ছিলো। তার কোনো অপরাধ ছিলো না, তবুও তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী এজিদের প্রেত্মাতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশ নির্বংশ করতে চেয়েছিলো। আল্লাহর অশেষ রহমতে সেদিন বঙ্গবন্ধুর ২ কন্যা বেঁচে গিয়েছিলেন।


উপস্থিত নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনা বেঁচে ছিলেন বলেই আজকে দেশ-জাতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।  বঙ্গবন্ধুর খুনি ও শিশু রাসেলের হত্যার বিচার হয়েছে। এই খুনিদের মধ্যে যারা এখনও পলাতক তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমরা ৭৫ এর সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করছি। 


ওলামা লীগের যুগ্ম-সাধারণ আহ্বায়ক ক্বারী মাওলানা আসাউদুজ্জামনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ওলামা লীগ নেতা মাওলানা আনোয়ার শাহ, মুফতী ক্বারী আব্দুল আলিম বিজয়নগরী, মুফতী ফরিদুল ইসলাম নেছারাবাদী, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, মাওলানা ফরিদ হোসাইন, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা শামীম আহমেদ, মাওলানা জহুরুল ইসলাম, আনিসুর রহমান দেশ, মৌলভী লোকমান ও মৌলভী সূফী আব্দুল করীম প্রমুখ।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়