মহাকবি মাইকেল মধুসুদন দত্ত স্মরণে সাহিত্য সন্ধ্যা

 


মহাকবি মাইকেল মধুসুদন দত্ত স্মরণে সাহিত্য  সন্ধ্যা

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে উনবিংশ শতাব্দীর বিশিষ্ট কবি ও নাট্যকার মহাকবি মাইকেল  ১৪৮ তম প্রয়াণবার্ষিকী স্মরণে "গতি যার নীচ সহ নীচ সে  দুর্মতি" শীর্ষক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি  ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক অাসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সঙ্গীতশিল্পী শিক্ষিকা সঙ্গীতা চৌধুরী, কাকলী দাশগুপ্তা, অাবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী,মণীষা দাশ বৃষ্টি, সুমন চৌধুরী, এস.এম.লিয়াকত হোসেন,সুর্য মূৎসূদ্দী কিংসুক, শিহাব রহমান, কাব্য দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।

মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়। আইন ব্যবসায়ে তিনি তেমন সাফল্য লাভ করতে পারেন নি। তাছাড়া অমিতব্যয়ী স্বভাবের জন্য তিনি ঋণগ্রস্তও হয়ে পড়েন।  মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পংক্তিমালায়।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়