বিশ্ব বিবেক স্বামী বিবেকানন্দ স্মরণে সাহিত্য সন্ধ্যা


বিশ্ব বিবেক স্বামী বিবেকানন্দ স্মরণে সাহিত্য সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিশ্ব বিবেকখ্যাত মানবতার বাতিঘর,ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,স্বামী বিবেকানন্দের ১১৯তম প্রয়াণবার্ষিকী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গতকাল ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন অধ্যাপক রিপন চক্রবর্তী, সাংবাদিক ও সমাজ সংগঠক লায়ন এম, আবু ছালেহ, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, সহ সভাপতি সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, সঙ্গীতশিল্পী লিপি রাণী শীল, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, সুমন চৌধুরী,সাফাত সানাউল্লাহ শিহাব রহমান, কাব্য দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন বিশ্ব মানবতার অন্যতম বাতিঘর,শান্তি ও সাম্যের বাণী প্রচারক বীর সন্ন্যাসী,বিশ্ব পরিব্রাজক"
মহা মানব যূগনায়ক স্বামী বিবেকানন্দ।
সমাজের এই অবক্ষয়ে স্বামী বিবেকানন্দের আদর্শের তেজস্বী যুবকদের দরকার প্রতি ঘরে ঘরে।
স্বামীজী'র আদর্শ অমর হয়ে থাকুক,আমাদের চিন্তা, চেতনায়, আমাদের অস্তিত্বে,আমাদের শক্তি হয়ে।সত্য সুন্দরে নিয়ত চলন থাকুক উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়