সিআরবিতে হাসপাতাল হবে না। চট্টগ্রামবাসী এ কথা কখন শুনবে? -লায়ন মোঃ আবু ছালেহ্


সিআরবিতে হাসপাতাল হবে না। চট্টগ্রামবাসী এ কথা কখন শুনবে? -লায়ন মোঃ আবু ছালেহ্


আমরা যারা সাধারণ নাগরিক আমাদেরও কিছু চাওয়া-পাওয়া আছে। বেঁচে থাকার অধিকার আছে। শ্বাস নেওয়ার অধিকার রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অধিকার রয়েছে। আমাদের এই বনায়ন কে রক্ষা করার অধিকার রয়েছে। পাহাড় সবুজ বন বনানী নদী ও সাগর ব্যষ্টিত এই চট্টগ্রাম। এর প্রাকৃতিক সৌন্দর্য্যকে রক্ষা করা আপনার-আমার নাগরিক দায়িত্ব। যেখানে রাস্ট্র সবুজের সমারোহ কে রক্ষা করবে। সেখানে জনগণ কেন আজ প্রতিবাদ করবে সবুজকে রক্ষা করার জন্য।  হাসপাতালের নামে ধনীদের একপ্রকার ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য চিরাচরিত ভূষণকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। হাসপাতাল হোক ব্যবসাও হোক তবে সিআরবিতে নয়। অন্য কোথাও।  শ্বাস প্রশ্বাসের এই কেন্দ্রটিকে যারা ধ্বংসের পায়তারা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলনের ধ্বনি কি তাহলে এখনো পৌঁছাতে পারিনি জননেত্রী মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে? আমরা কখন শোনব সিআরবিতে হাসপাতাল হবেনা। বীর চট্টলার জনসাধারণ কখন আশ্বস্ত হবে? নাগরিক সমাজের দাবি, হাসপাতাল নয় সিআরবি। আশায় রইলাম আমাদের নেত্রীর ঘোষণার অপেক্ষায়। 


লেখকঃ

সাংবাদিক,

সমাজ কর্মী ও সংগঠক

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়