সম্পন্ন হল লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দী এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান



সম্পন্ন হল লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দী এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান 

লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দী এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান গত শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাব প্রেসিডেন্ট লায়ন আজিজুর রহমান ও দ্বিতীয় পর্বে ২০২২-২৩ সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন  ইন্জিঃ মোঃ নুরুজ্জামান  সভাপতিত্ব করেন। সভায় ২০২২-২৩ সেবা বর্ষের নবনিযুক্ত অফিসারদের অভিষিক্ত করা হয়  এবং ক্লাবের গংবেল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়। ক্লাব সেক্রেটারি লায়ন এজিএম কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও চেয়াপারসন লায়ন আনিসুল হক চৌধুরী,  জোন চেয়াপারসন লায়ন সাইফুল আলম পাটোয়ারী, লায়ন ওমর ফারুক সাগর। আরো উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন ওসমান সরওয়ার,  ১ম সহ সভাপতি লায়ন কাজী মোঃ শাহাবউদ্দিন, ২য় সহ সভাপতি লায়ন মোঃ আরমানুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী লায়ন আরিফুল হক চৌধুরী,  জয়েন্ট ট্রেজারার লায়ন শাহরিয়ার জীবন, টেমার লায়ন মোঃ নুর নবী, টেইল টুইস্টার লায়ন জাহেদ আলী, ক্লাব লিডারশীপ চেয়ারপারসন ডাঃ আবু সায়েম মোঃ ওমর ফারুক, ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন জেসমাইন সুলতানা নীলা, ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আবু হাসান, ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন আবু সালেহ, 



লায়ন তানিয়া নাসরিন , লায়ন মোঃ রফিকুল ইসলাম রাসেল,  লায়ন আব্দুল আওয়াল সরকার, লায়ন ডাঃ নাজমুন নাহার, লায়ন রায়হান উদ্দিন, লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া। সভায় ১০ জন নতুন মেম্বারকে শপথবাক্য পাঠ করান জেলা গভনর্র, সাথে সাথে  লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দীর পাঁচ বছর পূর্তী কেক কেটে উদযাপন করা হয়। 


সভা শেষে সকল সদস্যদের মাঝে আইডি কার্ড, টি-শার্ট ও রেড স্ন্যাপার রেস্টুরেন্টের প্রিভিলেজ কার্ড বিতরন করা হয়।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়