"রক্তের বন্ধনে পটিয়া"র ব্যবস্হাপনায় "বিনামূল্যে রক্তের গ্রুপ" নির্ণয় ক্যাম্প-২০২৪ সম্পন্ন।

 


আমার রক্তে বাঁচবে প্রাণ,স্বেচ্চায় করি রক্তদান এর স্লোগানের আওতায় হযরত আস আদ আলী শাহ রহ: এর ওরশ শরীফ উপলক্ষে  পটিয়ার অন্যতম মানবিক,সামাজিক ও  স্বেচ্ছাসেবী সংগঠন "রক্তের বন্ধনে পটিয়া"র ব্যবস্হাপনায় "বিনামূল্যে রক্তের গ্রুপ" নির্ণয় ক্যাম্প-২০২৪ এর আয়োজন সম্পন্ন। 

গতকাল ০২-০৩-২০২৪ ইং রোজ শনিবার  " হযরত আস আদ আলী শাহ রহ এর মাজার প্রাঙ্গণে " সংগঠনের অর্থসচিব মহিউদ্দিন সজিব এর সভাপতিত্বে এডমিন ও মহাসচিব মো: আসহাব উদ্দিন এর  পরিচালনায়  এই ক্যাম্প অনুষ্টিত হয়। এতে প্রায় ২২০ জনকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় সেবা প্রধান করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন বাবু,খোরশেদ আলম ও কাউছার আলম।

এই ক্যাম্পে  উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন আহমেদ জিয়া, মিরাজ হোসেন,শাহিদা আকতার,আমির হোসেন মাসুম,জয়নাল আবেদিন,অপি সহ প্রমুখ।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়