তীব্র তাপদাহে পটিয়ার জনসাধারণের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ



তীব্র তাপদাহে পটিয়ার জনসাধারণের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ 

পটিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মানবিক ডাক্তার নামে খ্যাত ডা: এমদাদুল হাসান এর পৃষ্ঠপোষকতায় পটিয়ার মনসা বাদামতল এরিয়ায় তীব্র গরমে একটু প্রশান্তির জন্য বিনামূল্যে শরবত বিতরণ করা হয়।এটা আজকে ১০ দিন ব্যাপী কার্যক্রমের ৫ম দিন।প্রথম দিন থেকেই এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছে আরেক পটিয়ার মানবিক টিম,সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে পটিয়া। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেলে এই মহান উদ্যোগে তারা সবাই ভীষণ খুশি।

ক্যাম্পেইনে আজকে উপস্থিত ছিল রক্তের বন্ধনে পটিয়ার এডমিন আসহাব উদ্দিন, মহিউদ্দিন সজিব,আমির হোসেন অধ্যেতা,সদস্য ননা, আজাদসহ প্রমুখ।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়