সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন



সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, হামদ নাত পরিবেশন, মিলাদ ও দোয়া মাহফিল ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নগরীর  চেরাগী পাহাড়স্থ  বৈঠক খানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, লেখক ও কলামিস্ট নেছার আহমেদ খান, প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সাউন্ড টাচ এর কর্ণধার ইলিয়াস ইলু,আলহাজ্ব কবির মোহাম্মদ, সালমা বেগম, রোজী চৌধুরী, শাহরিয়ার মুনির জিসান, আসাদুর রহমান আসাদ, জয়নাল আবেদীন প্রমুখ।

 

বক্তারা বলেন,সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(সা.)। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন বিশ্বনবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ  অনুসরণ  করে আমরা যদি এগিয়ে  যেতে পারি তাহলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন খাজা নিজাম উদ্দিন আউলিয়া দরবার শরীরের  খলিফা মাওলানা  শাহ ফাইজুল কবির বদরী। হামদ ও নাত পরিবেশন করেন  শায়ের মুহাম্মদ আশরাফ চীশতি, খাদিম হযরত শাহ মোহছেন আউলিয়া দরবার শরীফ ও শায়ের মুহাম্মদ নাঈম হোসাইন নযামি, শিক্ষার্থী জামিয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা চট্টগ্রাম।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়