বান্দরবানের জেলা ও পৌরসভার প্রশাসককে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী প্রদান।



বান্দরবানের জেলা ও পৌরসভার  প্রশাসককে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী প্রদান। 


বান্দরবানের জেলা প্রসাশক শারমিন আইরিনি ও পৌরসভার প্রসাশক এস এম মন্জুরুল হকসহ প্রসাশনিক কর্মকর্তাদের মাঝে 

এপেক্স বাংলাদেশের ২০২৫ বর্ষের ডিরেক্টরী প্রদান করা হয়েছে। 


গতকাল এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ হতে এ ডিরেক্টরী হস্তান্তর করেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও পৌরসভার হিসার রক্ষণ কর্মকর্তা এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান। 


এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৩ এর গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান,পিডিজি ৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি নিনি প্রু, আইপিপি এপে. মোজাম্মেল হকসহ এপেক্সিয়ানবৃন্দ।


এ সময় জেলা প্রসাশকদয় এপেক্স বাংলাদেশ এর মানবিক কাজের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সেবা সংগঠন হিসাবে মানুষের কল্যানে আরও বেশি বেশি সেবা পরিচালনা করার আহবান জানান।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়