চট্টগ্রামের ডিসি পদে নাটকীয় পরিবর্তন: সাইফুল ইসলামের বদলির পর নতুন নিয়োগে জাহিদুল ইসলাম মিঞা
চট্টগ্রামের ডিসি পদে নাটকীয় পরিবর্তন: সাইফুল ইসলামের বদলির পর নতুন নিয়োগে জাহিদুল ইসলাম মিঞা
বিশেষ প্রতিনিধি--
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র ২৯ দিন আগে ফেনী থেকে বদলি হয়ে এসেছিলেন ডিসি সাইফুল ইসলাম, তিনি এখন নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে।
মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঁয়া ২৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। সরকার অনুমোদিত নতুন প্রজ্ঞাপনে আরো নয়টি জেলার ডিসি পরিবর্তন করা হয়েছে।
নতুন জেলা প্রশাসক জাহেদুল ইসলাম ১৯৭৯ সালে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং পরে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় কর্মজীবন শুরু করেন।
জাহিদুল ইসলাম বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে আসার পর ২০১৫ সালে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তার পুরস্কারও অর্জন করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, "জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে," যা প্রশাসনের চলমান পরিবর্তন ও নির্বাচনকালীন প্রস্তুতির ওপর দৃষ্টি আকর্ষণ করে।

Comments
Post a Comment