সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনিস্টিটিউট পরিদর্শন


সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দের 

মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনিস্টিটিউট পরিদর্শন


সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আজ ২৩ নভেম্বর রবিবার বেলা ১২টায় নগরীর আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনিস্টিটিউট রিসার্চ সেন্টার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলি, রোজী চৌধুরী, শাহ আলম, ক্যান্সার ইনিস্টিটিউটের ম্যানেজার (অপারেশন) মোঃ মিজানুর রহমান। এসময় হাসপাতালের প্রেসিডেন্ট সার্ক নেতৃবৃন্দকে ক্যান্সার ইনিস্টিউটিউটের বিভিন্ন ইউনিট ঘুরে দেখান। সার্ক নেতৃবৃন্দ চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজ খবর নেন। আধুনিক যন্ত্রপাতি সম্বলিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত বিশ্বমানের এ ক্যান্সার হাসপাতাল চট্টগ্রামবাসীর জন্য আশির্বাদ। হাসপাতাল পরিচালনা ও দৃষ্টান্ত স্থাপনকারী সেবা প্রদানের জন্য সার্ক নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিদর্শনকালে বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়