রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা


রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা


রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দুর্বৃত্তদের গুলিতে আবদুল মান্নান (৪০) নামে এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত আবদুল মান্নান সরফভাটা জিলানী মাদ্রাসা এলাকার বাসিন্দা এবং সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, তিনি বিএনপির রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করতেন। সাম্প্রতিক সময়ে প্রবাস থেকে ফিরে তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে বেশি জড়িয়ে পড়েন।

স্থানীয়রা জানান, রাতের নীরবতা ভেঙে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে তারা বাইরে এসে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় মান্নানকে পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, মান্নানের শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকারীরা পালানোর আগে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিলেও ঘটনাস্থলে তার মোটরসাইকেলটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতোমধ্যে সম্ভাব্য কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে অভিযান শুরু করেছে।


Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়