শারজাহ আল সাজ্জা বিএনপির উদ্যেগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল



শারজাহ আল সাজ্জা বিএনপির উদ্যেগে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল



সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : সাজ্জা বিএনপির স্মরণ সভায় 

বক্তারা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন অপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউএই শারজাহ  প্রদেশের অন্যতম আল সাজ্জা ইউনিট এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্টিত হয়। ৫ই জানুয়ারি (সোমবার) স্থানীয় একটি হলে দিনব্যাপী কোরান খতম ও মিলাদ কিয়াম পরবর্তী স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জসিম উদ্দিন।


সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলমের পরিচালনায় এতে ইউএই বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এম এনাম হোসেন প্রধান অথিতি ও শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ করিমুল হক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।


এতে বক্তারা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে শুধু জাতীয়তাবাদী দলের কর্মীরা নয়, গোটা দেশের মানুষই স্তব্ধ ও বাকরুদ্ধ। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই তাঁর সাহসী সংগ্রাম এবং দৃঢ়চেতা মনোভাব সমগ্র জাতি দেখেছে। চব্বিশ–পরবর্তী নতুন বাংলাদেশকে এই জায়গায় নিয়ে আসার সংগ্রামে কারাগারের ভেতরে ও বাইরে থেকে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন। 


বক্তারা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সম্পদ। তিনি গণমানুষের নেতা, শুধু বাংলাদেশের মানুষই নয়, সারা বিশ্বও তাঁকে চেনে এবং শ্রদ্ধা করে। জানাজায় লাখো মানুষের উপস্থিতি এবং সর্বস্তরের শোক প্রকাশ, এর মধ্য দিয়েই তাঁর প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থা প্রতিফলিত হয়েছে। আমাদের উচিত তাঁর আদর্শ ধারণ করে সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়া। 


অনুষ্ঠানে উপস্তিত ছিলেন আল সাজ্জা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ নুরুল আলম, মুহাম্মদ আরিফুল হক, কামাল উদ্দিন, মুহাম্মদ এরশাদ, আবদুল খালেক ইমন, মুহাম্মদ আজম, মুহাম্মদ ফারুখ,  বিএম ইউনিট বিএনপির সভাপতি আনসারুল হক, সাধারন সম্পাদক সিরাজুল মোস্তাফা সুমন, মুহাম্মদ ফারুখ, মাহফুজ আলম সহ অনেকে।


এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল করিম। মহান আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করার প্রার্থনা জানানো হয়।




Comments

Popular posts from this blog

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

প্রয়াস এর বর্ষপূর্তি ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়