Posts

Showing posts from August, 2019

২১ আগস্ট স্মরণে বিজয়’৭১’র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Image
২১ আগস্ট স্মরণে বিজয়’৭১’র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সংগঠন বিজয়’৭১’র উদ্যোগে আজ বিকাল ৪ ঘটিকায় চেরাগী চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সংগঠনের সভাপতি বাবু সজল চৌধুরীর সভাপতিত্বে ও লায়ন আবু ছালেহ্’র সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন-বিজয়’৭১’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা; আর.কে রুবেল। সভায় শোক প্রস্তাব পাঠ করেন-বিজয়’৭১’র সদস্য যুবনেতা প্রশান্ত চৌধুরী যিশু। প্রতিবাদ সমাবেশ সংহতি রেখে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আজম নিজামী, মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার মোজাফফর আহমেদ, ড. বিকিরণ প্রসাদ বড়–য়া, ডা: প্রভাত চন্দ্র বড়–য়া, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম জিএম নিতাই কুমার ভট্টাচার্য, ড. জিনবোধি ভিক্ষু, কাউন্সিলর স্যাইয়েদ গোলাম হায়দার মিন্টু, অধ্যক্ষ সানাউল্লাহ, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, বিজিএপিএমইএ ১ম সহ-সভাপতি খন্দকার লতিফুর রহমান আজিম, সমাজসেবক হাজী সাহাব উদ্দিন, সুজিত কুমার দাশ, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, ভানুরঞ্জন চক্রবর্তী, রাখাল চন্...

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরো বিশ বছর আগেই উন্নয়নশীল রাষ্ট্র হতো- এম এ রহিম।

Image
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরো বিশ বছর আগেই উন্নয়নশীল রাষ্ট্র হতো- এম এ রহিম। পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য  পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এ রহিম বলেন বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরো বিশ বছর আগে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হতো,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যার পিছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো আর এর নেপত্যে কাজ করছেন মেজর জিয়াউর রহমান যার বিচার সৃষ্টি কর্তা দুনিয়ায় করে মানুষ কে দেখিয়ে দিলেন ষড়যন্ত্রকারীর মৃত্যু ও চট্টগ্রামে নির্মম ভাবে হয়েছে তার স্ত্রী বেগম জিয়া দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরে ও একটি বারের জন্য বলেনি জিয়াউর রহমানের বিচারের কথা তারা দূর্নীতি চেম্পিয়ান হওয়ার প্রতিযোগিতায় ছিলো, বঙ্গবন্ধুর বিচার কে রুদ্ধ করার জন্য  তার ইন্ডে মিনিট অধ্যাদেশ জারির মধ্যে এই দেশের বিচার কার্যক্রমকে স্তব্ধ করে দিয়ে বাংলাদেশ কে জঙ্গি পাকিস্তান রাষ্ট্রে পরিনত করতে চেয়েছে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ...

শোকসভায় অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীঃ সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন আতাউল হাকিম

Image
শোকসভায় অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীঃ  সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন আতাউল হাকিম নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, উঁচুমাপের সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন আতাউল হাকিম। তিনি ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র উদ্বৃত দিয়ে বলেন যে সমাজে গুণীজনের কদর হয়না সে সমাজে গুণীজন জন্ম নেয় না। তিনি বলেন, আমাদের সমাজ ব্যবস্থার একটি খারাপ দিক হল মৃত্যুর আগে গুণীজনের কদর হয়না মৃত্যুর পরই গুণীজনের কদর হয়। তিনি বলেন, নির্বোধ-বোধ, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যার মধ্যে আমরা কোন পার্থক্য নির্ধারণ করতে পারি না। এর কারণ হল মোহ আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তিনি আতাউল হাকিমের ভাল দিকগুলো অনুসরণ করার আহ্বান জানান। আজ ৪ আগস্ট ২০১৯ রোজ রবিবার চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আতাউল হাকিমের মৃত্যুতে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন- সন্দ্বীপ অঞ্চলে শিক্ষা...