চট্টগ্রামের পর্যটন অঞ্চলসমূহ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে
চট্টগ্রামের পর্যটন অঞ্চলসমূহ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের পর্যটন অঞ্চলসমূহ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এই অঞ্চলের পর্যটন বিকাশে ও পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে এর বিকল্প নেই। না হলে পর্যটকেরা এখানে আসবেন না। চট্টগ্রাম সুহৃদ এর আয়োজনে ‘চট্টগ্রামে পর্যটন-সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক গোল টেবিল বৈঠবে বক্তারা এমন মন্তব্য করেন। ২৬ অক্টোবর শনিবার মুরাদপুরস্থ নিউজ চট্টগ্রাম হলে গোল টেবিল বৈঠক সাংবাদিক ও গবেষক আলীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সুহৃদের সভাপতি মির্জা ইমতিয়াজ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (টুরিষ্ট পুলিশ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক শামসুদ্দিন শিশির, ক্যাব এর সভাপতি এস এম নাজির হোসেন, সিপ্লাস টিভির চিপ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, জলছবির উপদেষ্ঠা অধ্যাপক অমলেন্দু বড়–য়া, বিশিষ্ট ট্যুরস এন্ড ট্রাভেলস ব্যবসায়ী জামাল হোসেন, মোটেল সৈকত ...