নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপুর্ণ ভবনে চলছে ক্লাস ও পরীক্ষা।
নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপুর্ণ ভবনে চলছে ক্লাস ও পরীক্ষা। মোহাম্মদ আবু ছালেহ্ঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। এই বিদ্যালয়টি সরকারি হলেও এর ভিতরে প্রবেশ করলে চমকে যাবেন যে কেউ। পরীক্ষার হল পরিদর্শনে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের মূল ভবনের ছাদ যে কোন সময় ধ্বসে পড়তে পারে। একটি ঝুঁকিপুর্ণ ভবনে নিয়মিত ক্লাশ চলে। চলতি প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্র হিসেবে উক্ত জরাজীর্ণ ভবনেই নেওয়া হচ্ছে পরীক্ষা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদুল আলম স্যারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্ধশত বছর পূর্বে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে জরাজীর্ণ প্রায়। আমরা প্রতি বছর রিপেয়ার করে কক্ষ গুলোকে উপযোগী করছি। পর্যাপ্ত বাজেট না পাওয়ার কারণে ধাপে ধাপে ৮ টি রুমের রিপেয়ার কাজ করা হয়েছে। বর্তমানে ৫৫ লক্ষ টাকা কাজের মাধ্যমে একাডেমিক ভবন নতুন করে রিপেয়ার করা হচ্ছে। বাকী কক্ষ গুলো প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষ হলে রিপেয়ারিং করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ঝুঁকিপুর্ণ ভবন হিসেবে এটিকে দেখছেন। একনেকে দশ তলা ভবনের অন...