Posts

Showing posts from November, 2019

নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপুর্ণ ভবনে চলছে ক্লাস ও পরীক্ষা।

Image
নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপুর্ণ ভবনে চলছে ক্লাস ও পরীক্ষা। মোহাম্মদ আবু ছালেহ্ঃ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। এই বিদ্যালয়টি সরকারি হলেও এর ভিতরে প্রবেশ করলে চমকে যাবেন যে কেউ। পরীক্ষার হল পরিদর্শনে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের মূল ভবনের ছাদ যে কোন সময় ধ্বসে পড়তে পারে। একটি ঝুঁকিপুর্ণ ভবনে নিয়মিত ক্লাশ চলে। চলতি প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্র হিসেবে উক্ত জরাজীর্ণ ভবনেই নেওয়া হচ্ছে পরীক্ষা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরিদুল আলম স্যারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অর্ধশত বছর পূর্বে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে জরাজীর্ণ প্রায়। আমরা প্রতি বছর রিপেয়ার করে কক্ষ গুলোকে উপযোগী করছি। পর্যাপ্ত বাজেট না পাওয়ার কারণে ধাপে ধাপে ৮ টি রুমের রিপেয়ার কাজ করা হয়েছে। বর্তমানে ৫৫ লক্ষ টাকা কাজের মাধ্যমে একাডেমিক ভবন নতুন করে রিপেয়ার করা হচ্ছে। বাকী কক্ষ গুলো প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষ হলে রিপেয়ারিং করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ঝুঁকিপুর্ণ ভবন হিসেবে এটিকে দেখছেন। একনেকে দশ তলা ভবনের অন...

চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ন ইউনিটের রোগীদের পরিদর্শন করেন মানবাধিকার কর্মী লায়ন ডাঃ আর কে রুবেল ও সদস্যবৃন্দ।

Image
চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ন ইউনিটের রোগীদের পরিদর্শন করেন মানবাধিকার কর্মী লায়ন ডাঃ আর কে রুবেল ও সদস্যবৃন্দ। নিজস্ব প্রতিবেদকঃ ১৮ নভেম্বর সোমবার যুব মানবাধিকার কর্মী  লায়ন ডাঃ আর কে রুবেল এর নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রোগীদের সাথে সাক্ষাৎ করেন। মানবাধিকার সদস্য লায়ন মোঃ আবু ছালেহ্, মৃণাল কান্তি দাশ, এস, এম, জাবেদ হোসেন, লায়ন ওসমান সরওয়ার এসময় উপস্থিত ছিলেন। এসময় সদস্যগণ ইউনিট পরিদর্শন করেন এবং রোগীদের সার্বিক অবস্থা সম্পর্কে অবগত হন। হাসপাতালের সেবায় রোগী সন্তুষ্ট আছেন কিনা জানতে চাইলে রোগীরা চিকিৎসা নিয়ে তারা সন্তুষ্ট আছেন বলে জানান। এ সময় ডাঃ আর কে রুবেল বলেন আমাদের হাসপাতালে  মাসিক ওয়ার্ড পরিক্রমার অংশ হিসেবে আমরা পরিদর্শনে এসেছি।প্রতি মাসে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।আমরা মানব কল্যাণে ও মানুষের অধিকার আদায়ে সব সময় পাশে থাকব।

জাতীয় চার নেতা জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি

Image
জাতীয় চার নেতা জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে অদ্য ৩ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় চার নেতা জেল হত্যা দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহাসচিব লায়ন ডা: আর.কে রুবেল, সংগঠনের কার্যকরী মহাসচিব লায়ন মো: আবু ছালেহ, সংগঠনের কোঃ চেয়ারম্যান ভানুরঞ্জন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মৃনাল কান্তি দাশ, প্রচার সম্পাদক ডা: দেবাশীষ মজুমদার, সহ-প্রচার সম্পাদক এস.এম জাবেদ হোসেন, আব্দুল মাবুদ দোভাষ, ডা: এস.কে পাল সুজন, ডা: অপূর্ব ধর প্রমুখ।

বঙ্গবন্ধু ও দূর্নীতি নিধন দর্শন শীর্ষক সেমিনারে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী - বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দূর্নীতিমুক্ত সমাজ গঠনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান

Image
বঙ্গবন্ধু ও দূর্নীতি নিধন দর্শন শীর্ষক সেমিনারে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দূর্নীতিমুক্ত সমাজ গঠনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও দূর্নীতি নিধন দর্শন’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু আমাদের চিন্তা চেতনার দিশারী। তিনি একটি শোষণমুক্ত ও দূর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তারই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্র সূচকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে চলেছে। এই মুহুর্তে সন্ত্রাস, দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নগরীর সুপ্রভাত স্টুডিও হলে  সংগঠনের কো-চেয়ারম্যান সাংবাদিক আলী আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও সংগঠনের কার্যকরী মহাসচিব লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কমান্ডার বীর মু...