সংবর্ধনায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া- অনুভূতি যখন ভারী হয় শব্দ তখন তলিয়ে যায়
সংবর্ধনায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া- অনুভূতি যখন ভারী হয় শব্দ তখন তলিয়ে যায় নিউজ ডেস্কঃ শিক্ষায় একুশে পদক ২০২০ প্রাপ্ত শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া বলেন, অনুভূতি যখন ভারী হয় শব্দ তখন তলিয়ে যায়। একুশে পদক প্রাপ্তির পর এটাই আমার প্রথম সংবর্ধনা। আমি আবেগে আপ্লুত। আপনারা দোয়া করবেন যেন আমি সরকারের দেয়া সম্মান অক্ষুন্ন রাখতে পারি। 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' পত্রিকার উদ্যোগে কবি আবদুল হাকিম ফাউন্ডেশনের আয়োজনে দেয়া এক সংবর্ধনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আজ ২৮ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার বিকেল ৪টায় দেয়া উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। কবি আবদুল হাকিম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসান। রেডিও-টিভি'র উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন শিশু সাহিত্যিক ড. সৌরভ শাখাওয়াত, ফেনী ইউ...