এক জীবন্ত কিংবদন্তী সাইফুল আলম মাসুদ
এক জীবন্ত কিংবদন্তী সাইফুল আলম মাসুদ আসুন জেনে নেওয়া যাক সেই অতিমানবীয় গল্পের রচয়িতা জনাব সাইফুল আলম মাসুদের জন্ম, উত্থানের প্রারম্ভিকতা, সফলতা এবং কিছু পরোপকারী কাজের অনন্য দৃষ্টান্ত। জন্ম ও পারিবারিক পরিচিতঃ জনাব সাইফুল আলম মাসুদের জন্ম ১৯৬০ সালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তাঁর পিতা জনাব মরহুম মোজাহের আনোয়ার এবং মাতা চেমন আরা বেগম। একসময়ের প্রথিতযশা রাজনীতিবিদ ও শিল্পপতি মরহুম আখতারুজ্জামান চৌধুরী তাঁর মামা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের বর্তমান মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তাঁর আপন মামাতো ভাই। শিক্ষাঃ জনাব সাইফুল আলম মাসুদ ১৯৮৫ সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। মাতৃভক্ত সাইফুল আলম মাসুদঃ তাঁকে চিনেন এমন অনেকের কাছে শুনেছি, মহান এই লোকটি অসম্ভব রকমের মা ভক্ত। লোকমুখে শোনা, তাঁর এই উত্থানের পেছনে সততা, পরিশ্রম এবং মহৎ চিন্তাচেতনার পাশাপাশি অন্যতম কারন তাঁর মহীয়সী মায়ের অাশির্বাদ। শুনেছি, এই সময়েও তিনি প্রতিদিনকার মত যেকোন নতুন কাজ মায়ের আশির্বাদ নিয়েই তবে শুরু করেন। তাঁর মহীয়সী মাও যথেষ্ট পরহেজগার এবং পরোপকারী ব...