ব্যতিক্রম নয় কিন্তু অনন্য নজির স্হাপন করলো পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা
ব্যতিক্রম নয় কিন্তু অনন্য নজির স্হাপন করলো পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা উপজেলা বার্তাঃ জাহানারা বেগম , জঙ্গলখাইন ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা । স্বামী আবদুল আজিজ বিদেশে থাকেন কিন্তু দীর্ঘদিন ধরে টিউমারে আক্রান্ত । শরীর খারাপ দেখে দেশে আসবেন ঠিক সেই মূহুর্তে করোনার থাবায় বন্ধ হয়ে গেল বিমান চলাচল। এদিকে দীর্ঘদিন স্বামী অসুস্থ হওয়ায় দিশেহারা জাহনারা বেগম আরো দুশ্চিন্তাগ্রস্থ হলেন দেশেও লকডাউন হওয়াতে। পরিবারের এই দুঃসময়ে আশায় বুক বাঁধলেন তিনি যখন চারিদিকে ত্রাণ দিচ্ছে। কিন্তু এবারও তার পোড়া কপাল। স্বামী প্রবাসী হওয়ার কারণে সরকারী কিংবা বিত্তশালী কেউ এগিয়ে এলো না পরিবারটির পাশে। তিনি যখন দিশেহারা তখন তারই এক প্রতিবেশীর মাধ্যমে পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আনিসুর রহমান জানলেন জাহানারা বেগমের কষ্টের কথা । একই ইউনিয়নের আরেক ছাত্রনেতা সাবেক পটিয়া কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক কুতুবকে বিষয়টা আনিস জানানোর পর দুজনে মিলে পরিবারটির পাশে এগিয়ে এলেন। পরিবারটির ১৫ দিনের খাদ্য দিয়ে পরবর্তীতেও সহযোগীতার আশ্বাস দিলেন। জাহানারা বেগম অশ্রু সজল চোখে প্রতিবেদককে জানালেন তাকে সাহায্যে কেউ এগ...