Posts

Showing posts from April, 2020

ব্যতিক্রম নয় কিন্তু অনন্য নজির স্হাপন করলো পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা

Image
ব্যতিক্রম নয় কিন্তু অনন্য নজির স্হাপন করলো পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা উপজেলা বার্তাঃ জাহানারা বেগম , জঙ্গলখাইন ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা । স্বামী আবদুল আজিজ বিদেশে থাকেন কিন্তু দীর্ঘদিন ধরে টিউমারে আক্রান্ত । শরীর খারাপ দেখে দেশে আসবেন ঠিক সেই মূহুর্তে করোনার থাবায় বন্ধ হয়ে গেল বিমান চলাচল। এদিকে দীর্ঘদিন স্বামী অসুস্থ হওয়ায় দিশেহারা জাহনারা বেগম আরো দুশ্চিন্তাগ্রস্থ হলেন দেশেও লকডাউন হওয়াতে। পরিবারের এই দুঃসময়ে আশায় বুক বাঁধলেন তিনি যখন চারিদিকে ত্রাণ দিচ্ছে। কিন্তু এবারও তার পোড়া কপাল। স্বামী প্রবাসী হওয়ার কারণে সরকারী কিংবা বিত্তশালী কেউ এগিয়ে এলো না পরিবারটির পাশে। তিনি যখন দিশেহারা তখন তারই এক প্রতিবেশীর মাধ্যমে পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আনিসুর রহমান জানলেন জাহানারা বেগমের কষ্টের কথা । একই ইউনিয়নের আরেক ছাত্রনেতা সাবেক পটিয়া কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক কুতুবকে বিষয়টা আনিস জানানোর পর দুজনে মিলে পরিবারটির পাশে এগিয়ে এলেন। পরিবারটির ১৫ দিনের খাদ্য দিয়ে পরবর্তীতেও সহযোগীতার আশ্বাস দিলেন। জাহানারা বেগম অশ্রু সজল চোখে প্রতিবেদককে জানালেন তাকে সাহায্যে কেউ এগ...

পটিয়াতে করোনায় আক্রান্ত শিশু, এলাকা লকডাউন

Image
পটিয়াতে করোনায় আক্রান্ত শিশু, এলাকা লকডাউন পটিয়া সংবাদদাতাঃ চট্টগ্রামের পটিয়াতে করোনায় আক্রান্ত হলো এক শিশু , এলাকা হয়েছে লকডাউন। পটিয়ায়এক শিশুর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় পর সেই পাড়া লকডাউন করা হয়েছে। করোনাভাইরাস পাওয়া ওই শিশুর নাম আশরাফুল ইসলাম (৬)। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড ওসমান পাড়ার খলিলুর রহমানের পুত্র। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, এসিল্যান্ড ইনামুল হাসান, ও পটিয়া থানার ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের টিম গতকাল রাতে পাড়াটি লকডাউন করে দেন। জানা যায়, গত শনিবার সকালে শ্বাসকষ্ট নিয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় শিশু আশরাফুলকে। ভর্তির পর নমুনা পরীক্ষা করা হয় এবং গতকাল রবিবার নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজেটিভ আসে। পরে তাকে বিশেষ এ্যাম্বুলেন্সে নগরীর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আশরাফুলের এক চাচা মফিজুর রহমান হংকং থেকে গত একমাস পূর্বে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। এক সপ্তাহ বাড়িতে থাকার পর তিনি পূনরায় হংকং চলে যায় , এছাড়াও একই বাড়ির আরিফুলের চাচাত ভাই মাহাবু ঢাকা নবাবপুর থেকে এসেছে সাত দিন আগে, বিষয়গুল...