ঘাডশির ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
ঘাডশির ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত খোবাইব হামদানঃ ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের ২১ তম প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে ঘাডশির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে সীতাকুণ্ডের সৈয়দপুরে ঘাডশি সাহিত্য পরিষদের সাধারাণ সম্পাদক ও দৈনিক দেশবার্তার সম্পাদক লায়ন আবু সালেহ্'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, গীতিকার ও শিশুসাহিত্যিক ফারুক হাসান। সভাপতিত্ব করেন, ঘাডশি সাহিত্য পরিষদের সভাপতি ও খাঁন ডেন্টালের স্বত্বাধিকারী ডাক্তার বেলাল হোসেন উদয়ন। এতে প্রধান অতিথি গীতিকার ও শিশুসাহিত্যিক ফারুক হাসান বলেন, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদ হাটাহাটি পা পা করে আজ ২১ বছর পেরিয়ে ২২ বছরে পা রাখতে যাচ্ছে। এ বিজয়ের মাসে ঘাডশির ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সাহিত্য সংগঠনের ভীত দিয়ে চেতনাগত জায়গায় সমাজ-মানুষ-প্রকৃতিকে সম্পৃক্ত করা। মনে রাখা দরকার, প্রকৃতি নিজেই সংগঠন। তাহলে আবার সংগঠনের দরকার কেন? নতুন করে বলবার প্রয়োজন নেই আর, পরিবার থেকে রাষ্ট্র সবই সংগঠন। ফলে মানুষ ক...