Posts

Showing posts from May, 2021

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যোগে সেহরী, ইফতার ও বয়স্ক অসহায়দের মাঝে লুঙ্গি বিতরণ

Image
মানবসেবার মধ্য দিয়ে স্রষ্টার সান্নিধ্য ও মানুষের মাঝে অমর হয়ে থাকা যায় মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যোগে  সেহরী,ইফতার ও  বয়স্ক অসহায়দের মাঝে লুঙ্গি বিতরণ অনুষ্টানে বক্তারা সামাজিক সংগঠন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২ মে ২০২১ রবিবার নগরীর বিভিন্ন মোড়ে  রান্নাকরা সেহরী, ইফতার এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ইউছুপ জালালের জন্মদিন উপলক্ষে  বয়স্ক ও অসহায়দের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।এ উপলক্ষ্যে স্বাস্হ্য বিধি মেনে সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। তৎমধ্য মানবিক বিদ্যানিকেতন পথ শিশুদের মাঝে ১২০ পেকেট, প্রবর্তক মোড়ে  ও কাপাসগোলা মোড়ে ১০০ পেকেট  করে বিতরণ করা হয়।  এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ জামাল উদ্দিন,প্রতিষ্ঠাতা  ইউছুপ জালাল, এডমিন সাঈদা আক্তার বৃষ্টি, সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, আতাউল ইসলাম, রাজিয়া সুলতানা রুনা, শওকত,শহিদ, রেহেমান জামান রাকিব,জাবেদ হোছেন, সজিব দে, সাইদুল ইসলাম আরিয়ান,  রবিউল ইসলাম সাইমন, নেছার উদ্দিন নিজামী,তানিয়া তাবাসসুম, শাহিনুর ইমতিয়াজ, ইয়াসমিন সোলতানা প্রিয়া, হাসি, সেতু,হাফসা খান, আরমান শ...