শিক্ষার্থীদের জন্য সরকার মাসিক ১৫০ টাকা ভাতার ব্যবস্থা করেছেঃ আ জ ম নাছির
শিক্ষার্থীদের জন্য সরকার মাসিক ১৫০ টাকা ভাতার ব্যবস্থা করেছেঃ আ জ ম নাছির চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতে বৃত্তি,উপবৃত্তি,গরীব মেধাবী কোটাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। আগে মেধা থাকা সত্ত্বেও গরীবের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পেত না। আর এখন প্রতিভাবান ,মেধাবীদেরকে আটকিয়ে রাখার সুযোগ নেই। গরীব মেধাবী শিক্ষার্থীরা ডাক্তারি,ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিভাগে কোটার সুবিধা নিয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা পরিবার সমাজ এবং রাষ্ট্রের সম্পদে পরিণত হয়ে উঠছে। তাদের জীবনমান যাচ্ছে পাল্টে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরককার দেশের সকল শিক্ষার্থীদের জন্য ১৫০ টাকা ভাতারও ব্যবস্থা করেছেন। একসময় গরীব ছেলেমেয়েদেরকে কখনো আধপেটা খেয়ে, কখনোবা খালি পেটেই স্কুলে যেতে হয়েছে। সরকারের এই ভাতা প্রবর্তনের ফলে সেই অবস্থা আর নেই। এখন আর শুকনো মুখে তাদেরকে স্কুলে সময় কাটাতে হয় না। সামাজিক সংগঠন “সেইভ দ্য হাঙ্গার পিপলস (এসএইচপি)”’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৭ ফেব্রুয়ারি (রবিব...