বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম চালু করল বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন
বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম চালু করল বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার নগরীর বাকলিয়ায় শাহ আমানত হাউজিং সোসাইটিতে বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে "বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম" এর আনুষ্টানিক যাত্রা শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শহীদুল আলম, বয়স্ক কোরআন শিক্ষা কার্য্যক্রমের উদ্বোধন করেন বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক,এতে সভাপতিত্ব করেন বেগম মমতাজ ওয়ারেচী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আনিস ওয়ারেচী, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাইটেক প্রপার্টির চেয়ারম্যান জনাব মাহবুবুল আলম, দৈনিক দেশ বার্তা সম্পাদক লায়ন মো: আবু ছালেহ্, বিশিষ্ঠ চিকিৎসক ডা: মাসুম হান্নান, দৈনিক গণকন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন,সাংবাদিক শেখ মুন্না প্রমুখ। উদ্বোধক ওসি রাশেদুল হক বলেন মুসলমানদের জীবনে কোরআন শিক্ষা অপরিহার্য একটি বিষয়। কোরআন অনুধাবন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। কোরআনকে অনুসরন করলে সমাজে অনৈথিক কার্য্যকলাপ কখনো থাকবেনা। প্রধান অতিথির বক্...