চট্টগ্রামে উৎসবের আমেজে দৈনিক দেশের কন্ঠ'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চট্টগ্রামে উৎসবের আমেজে দৈনিক দেশের কন্ঠ'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রেস বিজ্ঞপ্তিঃ সব পাঠকের কাগজ দৈনিক দেশের কন্ঠ ৬ষ্ঠ বছরে পদার্পণ করল আজ শনিবার(১১জুন২০২২)। এ উপলক্ষে চট্টগ্রাম ব্যুরোর উদ্যাগে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সকাল ১০টা থেকে উৎসবের আমেজে উদযাপন করা হয়েছে দৈনিক দেশের কন্ঠ'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। পত্রিকার ব্যুরো চীফ অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমান ও অধ্যক্ষ এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, আশা করি দৈনিক দেশের কন্ঠ পত্রিকা গণমানুষ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং অসম্প্রদায়িক বাংলাদেশের কথা বলবে। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যম বান্ধব । তাঁর নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের উন্নয়ন ও বিকাশে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রতিশ্রুতিশীল গণমাধ্যম 'দৈনিক দেশের কন্ঠ...