ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের বাসভূমি পুরস্কার লাভ
ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের বাসভূমি পুরস্কার লাভ চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)-এর সভাপতি, ইতিহাস বিষয়ক পত্রিকা “কিরাত বাংলা”র সম্পাদক ও প্রকাশক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন ভারতের ঐতিহাসিক মুর্শিদাবাদের বহরমপুর - ইতিহাস, সাহিত্য বিষয়ক পত্রিকা “বাসভূমি”র ৪২তম উৎসব উপলক্ষে বাসভূমি উৎসবে বাসভূমি ইতিহাস পুরস্কার লাভ করেছেন। গতকাল ২৭ নভেম্বর ২০২২ শনিবার সকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্রসদনে এই উৎসবে ইতিহাস গবেষণা ও সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের বিপ্লবী চট্টগ্রামের ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনকে বাসভূমি পুরস্কারের স্মারক তুলে দেন কথাসাহিত্যিক দেবী রাহামিত্র ও বর্ষীয়ান সাংবাদিক বরুন দাশ মহাশয়। প্রখ্যাত ইতিহাসবেত্তা ও কথাসাহিত্যিক লক্ষীনারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও বাসভূমি’র সম্পাদক ও প্রকাশক ইতিহাসবিদ অধ্যক্ষ অরুপ চন্দ্রের সঞ্চালনায় এই উৎসবে আরো উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ড. সর্বজিৎ জশ, প্রখ্যাত কথাসাহিত্যিক আনসার উদ্দিন, কথাসাহিত্যিক নিহারুল ইসলাম, শিশুসাহিত্যিক দিলীপ কুমার মিস্ত্রী, গল্পকার কুনাল কান্তি দেব, পত্রিকার সম্পাদক তপন ভট্টাচার্য্য,...