Posts

Showing posts from November, 2022

ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের বাসভূমি পুরস্কার লাভ

Image
ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীনের বাসভূমি পুরস্কার লাভ চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)-এর সভাপতি, ইতিহাস বিষয়ক পত্রিকা “কিরাত বাংলা”র সম্পাদক ও প্রকাশক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন ভারতের ঐতিহাসিক মুর্শিদাবাদের বহরমপুর - ইতিহাস, সাহিত্য বিষয়ক পত্রিকা “বাসভূমি”র ৪২তম উৎসব উপলক্ষে বাসভূমি উৎসবে বাসভূমি ইতিহাস পুরস্কার লাভ করেছেন। গতকাল ২৭ নভেম্বর ২০২২ শনিবার সকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর  রবীন্দ্রসদনে এই উৎসবে ইতিহাস গবেষণা ও সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের বিপ্লবী চট্টগ্রামের ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনকে বাসভূমি পুরস্কারের স্মারক তুলে দেন কথাসাহিত্যিক দেবী রাহামিত্র ও বর্ষীয়ান সাংবাদিক বরুন দাশ মহাশয়। প্রখ্যাত ইতিহাসবেত্তা ও কথাসাহিত্যিক লক্ষীনারায়ন চক্রবর্তীর সভাপতিত্বে ও বাসভূমি’র সম্পাদক ও প্রকাশক ইতিহাসবিদ অধ্যক্ষ অরুপ চন্দ্রের সঞ্চালনায় এই উৎসবে আরো উপস্থিত ছিলেন ইতিহাসবিদ ড. সর্বজিৎ জশ, প্রখ্যাত কথাসাহিত্যিক আনসার উদ্দিন, কথাসাহিত্যিক নিহারুল ইসলাম, শিশুসাহিত্যিক দিলীপ কুমার মিস্ত্রী, গল্পকার কুনাল কান্তি দেব, পত্রিকার সম্পাদক তপন ভট্টাচার্য্য,...

আত্মগোপন থাকা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Image
আত্মগোপন থাকা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার  শহিদুল ইসলাম সুমনঃ দির্ঘ নয় মাস অতিক্রমের পর ১৯ নভেম্বর ২০২২ সন্ধ্যা ছয় ঘটিকায় বাকলিয়া থানার এলাকায় তিন দিনের সাড়াশি অভিযানে গ্রেফতার হলো ধর্ষন মামলার আসামী রাসেল। গত ৩১শে জানুয়ারীতে ২০২২সালের ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৪নং ওয়ার্ড়ের মাঝের চর মাদ্রাসা চর কলামী গ্রামের মিরাজের মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের কন্যা মোছাম্মৎ মীম কে জোরপূর্বক ধর্ষন করে,পাশের গ্রামের ২নং ওয়ার্ডের হোসেন মিয়ার ছেলে মোঃ রাসেল।  এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে রাসেল রক্তাক্ত অবস্থায় কিশোরীকে রেখে দ্রুত স্থান ত্যাগ করে।  এলাকাবাসীর মীমকে রক্তাক্ত অস্থায়ী পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করে।  ঘটনাকে কেন্দ্র করে মেয়ের নানী বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করে।  দির্ঘ নয় মাস পরে গোপন সংবাদ ভিত্তিতে বাকলিয়া থানার সহযোগীতায় ভোলা চরফ্যাশন দক্ষিণ আইচা থানার সাব ইন্সপেক্টর অমিত হাসানের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স রাসেল সহ তিন দিনের সাড়াশি অভিযানের পর বাকলিয়া থানাধীন ১৯নং দক্ষিণ বাকলিয়া ইসমাইল ফয়েজ রোড নয়া মসজিদ এলাকা থেকে ধর্ষন মামলার আসামী রাসেল কে গ্র...

রক্তের বন্ধনে পটিয়া'র চেয়ারম্যান নিযুক্ত হলেন লায়ন মোঃ আবু ছালেহ্

Image
রক্তের বন্ধনে পটিয়া'র চেয়ারম্যান নিযুক্ত হলেন লায়ন মোঃ আবু ছালেহ্ পটিয়ার অন্যতম সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন "রক্তের বন্ধনে পটিয়া"র চেয়ারম্যান নিযুক্ত হলেন সাংবাদিক, কবি, লেখক ও দক্ষ সংগঠক লায়ন মোঃ আবু ছালেহ্। সংগঠনের কার্যক্রমের পরিধি বাড়ানো, বর্তমান কার্যক্রম চলমান রাখা ও কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে পূর্ববর্তী উপদেষ্টা কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।বুধবার সংগঠনের প্রতিষ্ঠাতা আসহাব উদ্দীন জনির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।লায়ন মোঃ আবু ছালেহ সাবেক উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।  তিনি একাধারে ছালেহ্ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী, দৈনিক দেশ বার্তার সম্পাদক, দৈনিক চট্টগ্রামের খবর এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক অগ্রসর এর ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। দক্ষ সংগঠক হিসেবে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত থেকে মানব সেবা করে যাচ্ছেন।

চ.বি ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে রেজিষ্ট্রেশন লিংক উন্মুক্ত

Image
 চ.বি ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে রেজিষ্ট্রেশন লিংক উন্মুক্ত  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব (৫০ বছর পূর্তির) আগামী ৪ ফেরুুয়ারী ২০২৩ ইংরেজী দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চবি ক্যাম্পাস ও চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন লিংক ৪ নভেম্বর সন্ধ্যায় সকলের জন্য উন্মূক্ত করা হয়েছে। যার লিংক হলো http://mgt50cu.agamievent.org/। ছাত্রছাত্রীদের উক্ত লিংকে প্রবেশ করে বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান পূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত  সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল।