Posts

Showing posts from December, 2023

পটিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

Image
শহীদদের রক্তের ন্যায় কলমের কালি উৎসর্গের মধ্য দিয়ে সাংবাদিকতার সুষ্ঠু চর্চাকে অব্যাহত রাখতে হবে  পটিয়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সময় বক্তারা পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে পটিয়া রিপোর্টার্স ইউনিটি। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় পটিয়া উপজেলা চত্বরে  কেন্দ্রীয় স্মৃতি সৌদের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সংগঠনটির সংবাদকর্মীরা। এসময় স্মৃতি সৌদে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকরা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ পটিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাউছার আলমের সঞ্চালনায় সভাপতি আ ন ম সেলিম উদ্দিন চৌধুরী বলেন, ১৯৭১ সালের আজকের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিলো আমাদের মুক্তিযোদ্ধারা। সৈন্য ও শক্তিতে পাকিস্তানিরা শক্তিশালী ছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা শক্তিশালী ছিলো মনোবলে। তাদের মধ্যে ছিলো স্বাধীন হওয়ার ইচ্ছা আকাঙ্খা এবং জমে থাকা ক্ষোভ। উপস্থি...