Posts

Showing posts from March, 2024

ঈদে আসছে নির্মাতা এস.ডি.জীবন এর নাটক "দুনিয়ার খেলা"

Image
  ঈদে আসছে নির্মাতা এস.ডি.জীবন এর নাটক "দুনিয়ার খেলা" বিনোদন প্রতিবেদক:  আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীর মিরপুর, খিলগাঁও, টঙ্গী রেলস্টেশন সহ বিভিন্ন লোকেশনে চিত্রায়ন করা হয়েছে নাটক "দুনিয়ার খেলা"। প্রিয়া সেন এর লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন আশিক খান চৌধুরী ও খান রশ্নি, রিকো ডি রোজারিও ও তানহা নুফা। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা এস.ডি.জীবন। ঈদে "জীবন প্রিয়া ডিজিটাল" ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাপ্পা দ্বীপ রায়, নুরুল কবির,   মাহফুজ সাফি, ডিজে রুবেল, এম.এন.শিপু, মেহেদি ও নিরব উদ্দিন সহ আরো অনেকে।  আশিক খান ফ্লিমস এর সহযোগিতায় তত্ত্বাবধানে  ছিলেন রাকিবুল হাসান।চিত্রগ্রহনে ছিলেন আর.আই লিপসন। নির্মাতা এস.ডি.জীবন বলেন,"দুনিয়ার খেলা" নামটি যেমন সুন্দর, নাটকের গল্পটিও অসাধারণ। প্রিয়া সেন ভালোই লিখেছে। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। গল্পটা মুলত রোমান্টিক এ্যাকশান টাইপের। যাতে প্রেম, অভাবের তাড়না, ক্ষমতার লোভ এই ধরণের বিষয়গুলো আছে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর একটি টিম ওয়ার্ক করেছি। ...

"রক্তের বন্ধনে পটিয়া"র ব্যবস্হাপনায় "বিনামূল্যে রক্তের গ্রুপ" নির্ণয় ক্যাম্প-২০২৪ সম্পন্ন।

Image
  আমার রক্তে বাঁচবে প্রাণ,স্বেচ্চায় করি রক্তদান এর স্লোগানের আওতায় হযরত আস আদ আলী শাহ রহ: এর ওরশ শরীফ উপলক্ষে  পটিয়ার অন্যতম মানবিক,সামাজিক ও  স্বেচ্ছাসেবী সংগঠন "রক্তের বন্ধনে পটিয়া"র ব্যবস্হাপনায় "বিনামূল্যে রক্তের গ্রুপ" নির্ণয় ক্যাম্প-২০২৪ এর আয়োজন সম্পন্ন।  গতকাল ০২-০৩-২০২৪ ইং রোজ শনিবার  " হযরত আস আদ আলী শাহ রহ এর মাজার প্রাঙ্গণে " সংগঠনের অর্থসচিব মহিউদ্দিন সজিব এর সভাপতিত্বে এডমিন ও মহাসচিব মো: আসহাব উদ্দিন এর  পরিচালনায়  এই ক্যাম্প অনুষ্টিত হয়। এতে প্রায় ২২০ জনকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় সেবা প্রধান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল হোসেন বাবু,খোরশেদ আলম ও কাউছার আলম। এই ক্যাম্পে  উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন আহমেদ জিয়া, মিরাজ হোসেন,শাহিদা আকতার,আমির হোসেন মাসুম,জয়নাল আবেদিন,অপি সহ প্রমুখ।

মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ তম স্বাবলম্বী প্রজেক্ট সম্পন্ন।

Image
মুসাইদাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৩১ তম স্বাবলম্বী প্রজেক্ট সম্পন্ন।  বরিশালের গৌরনদি এলাকার মোহাম্মদ নুরুল হক স্ত্রী ও দুই পুত্র নিয়ে রিক্সা চালিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার  দিনযাপন করত। ভালই চলছিল মোটামুটি কিন্তু যতই দিন যাচ্ছিল ছেলেরা ক্রমশ বড় হতে লাগল, জীবনের শেষ পর্যায়ে এসে দুই ছেলেই ওনাকে ছেড়ে চলে যায়। লোক টি এক পর্যায়ে শারীরিক অক্ষমতার জন্য জন্য আর রিকশা চালাতে পারছিলেন না, খুব কষ্টে সময় পার করতে লাগলেন, বিষয় টি মুসাইদাহ ফাউন্ডেশনের কাছে পৌছালে ফাউন্ডেশনের সভাপতি এনায়েত বাজার বিশিষ্ট ব্যবসায়ী, মানবিক মানুষ নামে খ্যাত লায়ন মোহাম্মদ আবু হাসান ওনার টিম কে এই লোক সম্পর্কে খোজ নিতে বলেন, দীর্ঘ ১০ দিনের খবরাখবর ও সত্যতা যাচাই করে অবশেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক হৃদয়বান  ব্যক্তির অর্থায়নে নুরুল হক কে স্থায়ীভাবে অর্থ উপার্জন এর জন্য একটা চায়ের দোকান এর ব্যবস্থা করে দেন, একটা ভ্যানগাড়ির উপর দোকান বানিয়ে দেয়া হয় যেন সুবিধামত ওনি ব্যবসা করতে পারেন, দোকানের চাবি হস্তান্তর সময় উপস্থিত ছিলেন বায়েজিদ ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ মুজিবুর রহমান, মুসাইদাহ ফাউন্ডেশনের স...