Posts

Showing posts from March, 2025

নাসিবের সংস্কার কমিটি গঠন

Image
নাসিবের সংস্কার কমিটি গঠন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ০৬ মার্চ ২০২৫ তারিখে নাসিবের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রিফাত খান স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয়। নাসিবকে পুনর্গঠনের অংশ হিসাবে এ সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে।  সাত সদস্যের সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে মির্জা মাসুদুর রহমানকে। বাকি ছয়জনকে সদস্য রাখা হয়েছে। সদস্যরা হলেন, কে এম জহির ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. রুস্তম আলী, এএসএম আবদুল গাফ্ফার মিয়াজী, খলিলুজ জামান এবং কে এম তৌহিদুল ইসলাম বাবু। নতুন কমিটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এ শিল্পের উন্নয়নে নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শিশুরা অনিরাপদ; অনিশ্চয়তায় সন্তানদের জীবন! -লায়ন মোঃ আবু ছালেহ্

Image
  শিশুরা অনিরাপদ; অনিশ্চয়তায় সন্তানদের জীবন! লায়ন মোঃ আবু ছালেহ্ চলতি পথে যখন দেখি কোন শিশু ফুল, তোয়ালে, চিরুণী বা খেলনা বিক্রি করছে, তখন শুধু ভাবি আহা কার সন্তান এই মেয়েটি বা ছেলেটি? জীবিকার প্রয়োজনে এই অনিরাপদ শহরে বাইরে বাইরে ঘুরছে। রাতে কোথাও কি মাথা গুঁজে থাকতে পারবে? কোথায় পাবে নিরাপদ আশ্রয়? পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এই শিশুগুলো ঘরের বাইরে কতটা নিরাপদ? অথচ এই আমরাই যখন শৈশব কৈশোরে খেলতে বের হতাম বা বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে যেতাম, তখন বাসা থেকে আব্বা-আম্মা বলে দিতো যেখানেই যাও সন্ধ্যার আগে বাসায় ফিরে আসবে। বাইরের জগৎ সবসময় শিশুর জন্য নিরাপদ নয়। বলা হতো, বাসাই হলো শিশুর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। আমরাও আমাদের সন্তানদের আগলে রাখার চেষ্টা করি সবসময়। মনে করি, সন্তান পরিবারেই সবচাইতে ভালো আছে বা থাকবে। কিন্তু আমাদের সামনে থেকে পর্দা সরিয়ে দিলো একটি জরিপ। জরিপটি বলছে সমাজের সবচেয়ে বড় ও নিরাপদ যে প্রতিষ্ঠান পরিবার, তা এখন আর শিশুর জন্য নিরাপদ আশ্রয় নয়। বরং পরিবারগুলো এখন শিশু নির্যাতনের কেন্দ্র। শিশুকে অসহায় পেয়ে, হাতের কাছে পেয়ে এবং শিশুর উপর কর্তৃত্ব করা সহজ বলে আমর...