Posts

Showing posts from May, 2025

গোলটেবিল বৈঠকে বক্তারাঃ শিশুদের সঠিক পথে রাখার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার

Image
গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত শিশুদের সঠিক পথে রাখার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে ‘উন্নত বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে পারিবারিক সচেতনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ ২৪ মে শনিবার সকাল ১১টায় হোটেল এশিয়ান এসআর’র কনফারেন্স রুমে দৈনিক চাটগাঁর চোখ সম্পাদক এ কে এম জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের ব্যুরো চীফ জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশ্যাল ম্যাজিস্ট্রাট মোঃ শোয়েব উদ্দিন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ব্যারিস্টার সওদাতুল আনোয়ার খান, প্রিমিয়ার ইউনির্ভাসিটির রেজিষ্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, অপর্নাচরণ সিটি  কর্পোরেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ আবু তালেব বেলাল, নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান জাহাঙ্গীর, চিটাগং এক্স শাহীন এসোসিয়েশন...

মা দিবস -লায়ন মোঃ আবু ছালেহ্

Image
  মা দিবস -লায়ন মোঃ আবু ছালেহ্  মা একটি হৃদয় জুড়ানো ডাক। পৃথিবীর প্রায় সব ভাষায়ই ‘মা’ শব্দটি ধ্বনি ‘ম’ দিয়ে শুরু অথবা শব্দটির মাঝে ‘ম’ ধ্বনি আছে। যেমন ইংরেজিতে মাকে বলে মাদার, মাম্মি কিংবা মম; হিন্দিতেও মাকে ‘মা’ বলে ডাকা হয়; পাঞ্জাবিরা বলে মাই কিংবা মাতাজি; উর্দুতে বলা হয় আম্মি; জার্মানরা বলে মুটার বা মাটার; ইতালিয়ানরা বলে মাডর, পর্তুগিজ ভাষায় মাকে বলা হয় মা; আলবেনিয়ানরা বলে মেইমি; গ্রিকরা বলে মানা; ড্যানিশরা বলে মোর; আইরিশরা বলে মাতাইর; পোলিশরা বলে মামা কিংবা মাটকা; রোমানিয়ানরা বলে মামা বা মাইকা ইত্যাদি। সুতরাং দেখা যায়, বিশ্বের বেশির ভাগ ভাষায়ই মাকে সবাই ‘ম’ ধ্বনি উচ্চারণের মধ্য দিয়েই ডাকে। মায়ের ভালোবাসাকে যেমন দেশের সীমানা দিয়ে, জাতিভেদ দিয়ে কিংবা বর্ণ–গোত্রের বিভাজনে আলাদা করা যায় না, তেমনি বোধ হয় মা ডাককেও কেউ আলাদা করতে পারেনি। আমাদের সবার জীবনের একমাত্র ভরসার জায়গা হলো মা। আর মায়ের সম্মানে যে বিশেষ দিন উদ্যাপন করা হয়, তা হলো মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক ‘মা দিবস’ হিসেবে উদ্যাপিত হয়। সে হিসেবে এ বছর ১১ মে বিশ্ব মা দিবস উদ্যাপিত হচ্ছে। দিনটিতে মায়ের জন্য...

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী।

Image
  রবীন্দ্র বন্দনা, কবিতা, গান, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে আজ ৯ মে, শুক্রবার সন্ধ্যায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা,  কবি ও প্রাবন্ধিক লায়ন মোহাম্মদ আবু সালেহ, মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হারুনুর রশীদ, আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক রাজিউর রহমান বিতান, সমাজ সেবক শাহাদাত হোসাইন। বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, তবলা প্রশিক্ষক নিতাই পদনাথ, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল ও নৃত্য শিল্পী হৈমন্তী দে। প্রত্যয়য়ের সদস্য এঞ্জেলিনা বড়ুয়া ও নাফিফা কাউসার ত্বাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।  বক্তারা বলেন, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বা মহাজ্ঞানী ভাবলে রবীন্দ্রনাথ আমাদের কাছে আপন হবে না। রবীন্দ্রনাথকে ভাবতে হবে বন্ধু হিসেবে, কাছের মানুষ হিসেবে। তবেই রবীন্দ্রনাথ ...

অনেক মেগা প্রকল্পে অপচয় হয়, পর্যটন নিয়ে ভাবা হয়না - চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত

Image
  অনেক মেগা প্রকল্পে অপচয় হয়, পর্যটন নিয়ে ভাবা হয়না চট্টগ্রামে বিটিবির প্রোগ্রামের অভিমত পর্যটনে অমিত সম্ভাবনার চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রাম এখনো আটকে আছে নানা সমস্যা ও সীমাবদ্ধতার জটিল জালে। পর্যটন নিয়ে কথা হয়,পরিকল্পনা হয় কিন্ত কাজ হয় কম।ফলে পাহাগ নদী ও সমূদ্র পরবেষ্টিত অপরুপ সুন্দর চট্টগ্রাম অমনোযোগীতা ও অবহেলায় বিবর্ণ থেকেই যায়। এ অবস্হা থেকে উত্তরণে চট্টামের বিশিষ্টজনদের মতামত, সুপারিশ শোনার জন্য বাংলাদেশ পর্যটন বোর্ড ( বিটিবি) নগরীর পর্যটন মোটেল সৈকতে আজ ৩ মে “স্ট্রেনদেনিং দ্য সাপোর্ট সার্ভিস টু ট্যুরিজম” শীর্ষক এক প্রোগ্রামের আয়োজন করে। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্হা ও সংগঠনের অংশীজনদের অংশগ্রহণে প্রাণবন্ত এ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক, দৈনিক চাটগাঁর চোখ সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম ও আলোকচিত্র শিল্পী সামিউল ওয়ারেস। প্রোগ্রাম পরিচালনা করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রগ্রেস প্রকল্পের পরামর্শক জাবেদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপ পরিচালক (পরিকল্পনা ও গবেষনা) মোহাম্মদ মজহারুল ইসলাম। রিসোর্স পার্সনের বক্তব্যে স...

পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন।

Image
  পটিয়ার ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান আগামী ১০ জুন। ১ মে চট্টগ্রাম পটিয়া উপজেলার ঐতিহ্য বাহী হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উদযাপন পরিষদ এর এক জরুরি প্রস্তুতি সভা স্কুল মিলনায়তনে উদয়াপন পরিষদ এর আহবায়ক আয়কর আইনজীবী অরবিন্দু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক এ,এস,এম মহিউদ্দিন, সদস্য সচিব মাস্টার মোহাম্মদ সেলিম, কে,এম,শাহজাহান, ইদ্রিস খান কফিল, অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, তিমির ধর, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইলিয়াস, মোঃ আবদুর রশিদ চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোঃ আলী আব্বাস চৌধুরী, মোঃ আবুল কাশেম, মোঃ ইস্কান্দার চৌধুরী, কামাল উদ্দিন, মোঃ ইউসুফ, মোঃ দিদারুল ইসলাম, মোহাম্মদ মুছা, দোলন দত্ত,ও মোঃ মাহবুবুল আলম সওদাগর প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আাগামী ১০ জুন স্কুল মাঠে ৯২' ব্যাচের পূর্ণ মিলনী অনুষ্ঠান এর সিদ্ধান্ত গৃহীত হয় এবং অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। সভায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানমাল...