পটিয়া উপজেলা চত্বরে জাতির জনকের ম্যুরাল স্থাপিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পটিয়াবাসির হৃদয়ে স্থান করে দিলেন প্রাথমিক ও গনশিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পটিয়ার গন মানুষের নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি ।
তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও জেলা পরিষদের অর্থায়নে পটিয়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল স্থাপন করে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা জানালেন এমপি সামশুল হক চৌধুরী ।
এর আগে তিনি জাতীয় স্মৃতি সৌধের আলোকে উপজেলা চত্বরে নির্মান করেন মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মরণে স্মৃতিসৌধ । এবং ১৯৭১ সালে পাকিস্তানীদের বর্বরতা তুলে ধরে ঘৃণাস্তম্ভ ।
আজ বিকেলে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি ।
পটিয়া নিউজকে তিনি জানান, বঙ্গবন্ধু শুধু একটি উপাধি নয়-এটি একটি ইতিহাস । যতবার বঙ্গবন্ধুর ছবির দিকে মানুষের চোখ পড়বে ততবারই মনে হবে এদেশের কষ্টার্জিত মুক্তিযুদ্ধের ইতিহাস আর বঙ্গবন্ধুর নাম ।

Comments
Post a Comment