সৌদি আরব আল খোবারে প্রবাসীর আত্মহত্যা


মোঃ আজিম,ছোবেকা, আল খোবার, দাম্মাম:
সৌদি আরবের আল খোবারে, বাংলাদেশী অধ্যুষিত এলাকা খ্যাত ছোবেকায় ২৩ ডিসেম্বর ২০১৭ ইং তারিখে একটি পরিত্যক্ত বাড়ীর ফ্যানের হুকে গলায় ফাঁসি ঝুলিয়ে আত্মহত্যা করেন।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, অস্বাভাবিক মানসিক চাপ এবং কাজকর্ম বিহীন দিনাতিপাত করতে গিয়ে সহ্যের সীমা হারিয়ে আত্মহত্যা করেন। জানাগেছে ওনার নাম: ইকবাল হোসেন, চট্রগ্রাম জেলার নিবাসী, উনি মাত্র ৮ মাস পূর্বে সংসারের একটু খানি সচ্ছলতার আশায় প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। এমন মৃত্যু কারও জন্য কাম্য নয়। এজন্য প্রবাসে একজন মানুষের পরিবারের সাপোর্ট খুব জরুরি! একটু সাহস, একটু ভরসা চাই পরিবার থেকে। প্রত্যেক পরিবারের এটা বুঝা উচিৎ।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন