চিটাগং লায়ন্স ক্লাব অফিসার্স স্কুলিং ও লিডারশীফ ট্রেনিং সম্পন্ন
২৩ শে নভেম্বর বৃহস্পতিবার খুলশি জাকির হোসেন রোডস্থ সিএলএফ হালিমা রোকেয়া হল এ চিটাগং লায়ন্স ক্লাবের ১৫ টি ক্লাবের যৌথ উদ্দ্যেগে অনুষ্টিত হয়ে গেল ক্লাব অফিসার্স স্কুলিং ও লিডারশীফ ট্রেনিং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্ণর লায়ন এম মনজুর আলম পিএমজেএফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক জেলা গভর্ণর লায়ন মো: শাহ আলম বাবুল পিএমজেএফ, লায়ন নাসিরুদ্দিন চৌধুরী এমজেএফ, লায়ন কামরুন মালেক এমজেএফ, সভাপতিত্ব করেন লায়ন একেএম নাবিউল হক সুমন এবং সঞ্চালনায় ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার আবুল মোমেন। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো: মোস্তাক হোসাইন এমজেএফ, জিএমটি জেলা কো অর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, জিএসটি জেলা কো অর্ডিনেটর লায়ন ডা এম জাকিরুল ইসলাম, জিএলটি জেলা কো অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী। ১ম পর্ব ট্রেনিং সেশনে সকল লায়ন অফিসারদের প্রশিক্ষণ এর মাধ্যমে লায়নিজম এর কাজ এবং দায়ীত্ব ও কর্তব্য সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ২য় পর্ব পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সুচনা করা হয়। সম্মিলিত জাতীয় সঙ্গীত ও আনুগত্যের শপথের গ্রহন পূর্বক সদস্যদের উদ্দ্যেশে মুল্যবান বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। অনুষ্ঠান শেষে সকল লায়ন সদস্যদের কে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়। ছবিতে চিটাগং লায়ন্স ক্লাব অব শতাব্দীর প্রেসিডেন্ট লায়ন আনিসুল হক চৌধুরী , সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার নুরুজ্জামনা, ভাইস প্রেসিডেন্ট লায়ন মো: আবু ছালেহ্ ও সদস্যদের হাতে সার্টিফিকেট প্রদান করছেন মাননীয় জেলা গভর্ণর লায়ন এম মনজুর আলম পিএমজেএফ।

Comments
Post a Comment