জেদ্দা কনসুলেট জেনারেল এর সাইন বোর্ড ঝুলছে কাঠের খুটিতে


মো: জসিম উদ্দিন (মক্কা প্রতিনিধি): সৌদি আরবের মক্কা রোডের এই নেইম প্লেট দেখলে বুঝা যায় আমরা জাতি হিসেবে এইখানে কতটুকু অবহেলিত। দেশে যেখানে সব কিছুতে ডিজিটালের বিপ্লব ঘটতেছে।
সেখানে সৌদি আরবের মত দেশে দুই টা লাকরির খুটি তে আমাদের কনসুলেট জেনারেলের সাইন বোর্ড ঝুলতেছে।একটা পতকাবাহী সাইন বোর্ড দেশ ও জাতির পরিচয় বহন করে। এই টা জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জা জনক। এমনিতেই আমরা সৌদি সরকারের বিভিন্ন নির্যাতনের শিকার। তার উপর এই ধরনের সাইন বোর্ড আমরা প্রবাসীদের ভাবমুর্তি নষ্ট করে। গত কাল সৌদি প্রশাসনের উধর্তন কর্মকর্তার টুইট বার্তা ও বিভিন্ন বিস্বস্ত সুএে জানা গেছে আগামী জানুয়ারী মাসের ২০১৮ থেকে প্রবাসীদের জন্য বর্ধিত ফি চালু করা হচ্ছে।মক্তব আমেল ফি ৩০০/৪০০ রিয়াল প্রতিমাসে দিতে হবে।যে সব মোয়াচ্ছাছা বা কোম্পানীতে ৫০% অধিক সৌদি কর্মরত আছে তাদের কে ৩০০ রিয়াল।এবং যে সব কোম্পানীতে ৫০ % এর কম সৌদি কর্মরত তাদের বেলায় জন প্রতি ৪০০ শত রিয়াল জমা করতে হবে ** যাদের ৩০০ রিয়াল তাদের বছরে দিতে হবে ৩৬০০ রিয়াল। যাদের ৪০০ রিয়াল তাদের বছরে দিতে হবে ৪৮০০ রিয়াল। প্রবাসীদের মনে আতংক ছড়িয়ে পড়েছে এই সব কথা শুনে।তারা কান্না জড়িত কন্ঠে বলেন,এমনি তে ব্যবসা বানিজ্য ও চাকুরীর প্রায় অকাল চলছে।যা কামাই করি সব এই খানে দিয়ে দিলে পরিবার ও পরিজন নিয়ে দু মোটো মুটা চাউল আন্তে পান্তা ফুরাবে। মাননীয় পররাস্ট্র মন্ত্রী এমতাবস্তায় এইখানে একটি ডিজিটাল বা ইলেকট্রনিক সাইন বোর্ড বসিয়ে আমরা রেমিটেন্স সৈনিকদের ভাবমুর্তি উজ্জ্বল করিবেন।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন