চিটাগাং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল রিজিয়ন ১০ এর এডভাইজরি কমিটির সভা অনুষ্টিত
রবিবার বিকেল ৫.৩০ মিনিটে জাকির হোসেন রোডস্থ খুলশি সিএলএফ প্রকৃতি হলে
চিটাগাং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল রিজিয়ন ১০ ও জোন ১৯-২০ এর এডভাইজরি কমিটির সভা
অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা গভর্ণর লায়ন এম মন্জুরুল আলম মন্জু
পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন নাসির উদ্দিন
চৌধুরী এমজেএফ, জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন জাফরুল্লাহ চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন
লায়ন রোকেয়া হকের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভায় উপস্থিত ছিলেন রিজিয়ন ১০ এর আওতাধীন
জোন ১৯ এর চেয়ারপারসন লায়ন মোসলেহউদ্দিন অপু এমজেএফ, জোন ২০ এর চেয়ারপারসন লায়ন ড.
নওশাদ আহমেদ খাঁন।জিএলটি লায়ন জাহাঙ্গীর মিঞা এমজেএফ, লায়ন হাসান মাহমুদ চৌধুরী, এতে
কেবিনেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব চিটাগাং শতাব্দির ভাইস প্রেসিডেন্ট
লায়ন মো: আবু ছালেহ্, ট্রেজারার লায়ন সাইফুল ইসলাম পাটোয়ারী, মেম্বার লায়ন মুনতাসির
বিল্লাহ, লায়ন্স ক্লাব চিটাগাং প্রগেসিভ ওয়েসট এর প্রেসিডেন্ট লায়ন রুপন কুমার বড়ুয়া,
সেক্রেটারী লায়ন ববি বড়ুয়া, লায়ন্স ক্লাব চিটাগাং পারিজাত এর প্রেসিডেন্ট লায়ন মো:
হারুন উর রশীদ, লায়ন্স ক্লাব চিটাগাং অর্কীড এর প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার দেবব্রত
দাস, সেক্রেটারী লায়ন ইঞ্জি এস কে আকিদুল ইসলাম, ট্রেজারার লায়ন মো: রায়হান ইসলাম।

Comments
Post a Comment