সিএমপি: মোবাইলে মুহূর্তেই ট্রাফিকের জরিমানা পরিশোধ

মোবাইল ইউ ক্যাশ এর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবে। জন্যই গ্রাহকদের সুবিধার্থে নগর জুড়ে ইউ ক্যাশের ১৫০টি বুথ সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। একেই সাথে গ্রাহকদের হয়রানি থেকে মুক্তি দিতে এবার ডিজিটাল পদ্ধতিতে মামলা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার (অনলাইন মামলা ও জরিমানা প্রদ্ধতি) উদ্বোধন করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ রবিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর টাইগারপাস চত্ত্বরে ই-ট্রাফিক প্রসিকিউশন সিসটেম নামক এ অনলাইন সেবার শুভ উদ্বোধন করা হয়।সরকারের রূপ প্রকল্প বাস্তবায়নের কাজের মান ও জবাব দিহিতা নিশ্চিতায়নে এমন উদ্যোগ নিয়েছে বলে জানান সিএমপি।

অনুষ্ঠানে সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পুলিশ হেডকোয়ার্টারসের প্রশাসন ও অপারেশন বিভাগের অতিরিক্ত আইজি মোখলেছুর রহমান (বিপিএম)। প্রধান অতিথির বক্তব্যে মোখলেছুর রহমান ই- ট্রাফিক অনলাইন ভিত্তিক যে সেবাটি চালু হয়েছে তার সুফল সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। এ সময় তিনি জানন এ অনলাইন সেবার মাধ্যমে গ্রাহকরা খুব অল্প সময়ের মধ্যে এমনকি উপস্থিত স্থানেই মামলার জরিমানা পরিশোধ করে খুব সহজেই মামলাটি তলে নিতে পারবে। 

তিনি জানান মামলার জরিমানা পরিশোধ করার ক্ষেত্রে গ্রাহকরা মোবাইল ইউ ক্যাশ এর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবে। আর এ জন্যই গ্রাহকদের সুবিধার্থে নগর জুড়ে ইউ ক্যাশের ১৫০টি বুথ সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সিএমপি। এ অনলাইন সেবায় আরো থাকছে কুরিয়ার সেবা। যার মাধ্যমে গ্রাহক চট্টগ্রামের অদূরে বসেই মামলায় জব্দকৃত ডুকমেন্ট পাবে অনলাইন সেবাটি গ্রহণ করে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের যুগ্ম সচিব ও পরিচালক মো: মোস্তাফিজুর রহমান (পিএএ), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুহায়মেনসহ সিএমপির উদ্ধতর্ন কর্মকর্তাবৃন্দ।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন