৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিটিজি ব্লাড ব্যাংক কে ক্লিন বাংলাদেশ পরিবারের শুভেচ্ছা প্রদান
ক্লিন বাংলাদেশ:দেশের বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হল চট্টগ্রাম মুসলিম ইনষ্টিটিউট হলে। আজ বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটিজি ব্লাড ব্যাংক এর এডমিন নিশি আকতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এর সিভিল সার্জন ডা: মো: আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: শাহেদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সমাজ সেবা অফিসার অভিজিৎ সাহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মাইনুল হাসান,বাফা ও বিএমএ পরিচালক জনাব খায়রুল আলম সুজন, চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক রোজিনা আক্তার লিপি, ব্রাদার্স এসোসিয়েট এর সভাপতি জনাব মঈনুল কাদের নাবিল।
শুরুতে আগত বিভিন্ন রক্তদানের স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করা হয়।উক্ত শুভেচ্ছা পর্বে ক্লিন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

Comments
Post a Comment