মক্কা প্রাদেশিক যুবদলের দাখেলা আঞ্চলিক শাখার বর্ণাঢ্য অভিষেক


মো: জসিম উদ্দিন (সৌদি আরব প্রতিনিধি) : মক্কা প্রাদেশিক যুবদলের, দাখেলা আঞ্চলিক শাখার বর্ণাঢ্য অভিষেক ২০১৮ দাখেলা অঞ্চলে অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা প্রাদিশিক বিএনপির সভাপতি খন্দকার হেলাল সি আই পি, উদ্বোধক ছিলেন মইনুল ইসলাম হাইদার, সভাপতি মক্কা প্রাদিশিক যুবদল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হোসেন, সভাপতি পশ্চিমাঞ্চল যুবদল সৌদিআরব, বিশেষ অতিথি র বক্তব্য রাখছেন দক্ষিণ বাকলিয়ার প্রিয়া নেতা ইয়াকুব খান। বক্তারা সবাই ঐক্য মতের বিত্তিতে আগামী নির্বাচনে খালেদা জিয়ার হাত কে শক্তিশালি করার জন্য। রাজপথে নেমে আসার আহব্বান জানান।আগামীতে একটি নির্রপেক্ষ অবাদ,সুস্ট নির্বাচন দিয়ে জনগনের অধীকার আদায়ের আন্দোলনে শামিল হতে দেশবাসীর প্রতি আহব্বান জানান।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন