পশ্চিম পটিয়া নির্মিত হচ্ছে তিন বিদ্যুৎ কেন্দ্র জনগনের মনে ক্ষোভ


মোহাম্মদ জসিম উদ্দিন:
কর্নফুলী নদীরপুর্ব তীরে পটিয়া উপজেলার ৪ নং কোলাগাঁও ইউনিয়নে বেসরকারী ভাবে গড়ে উঠছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এক যুগে কাজ চলছে তিনটি প্রকল্পের।আনলিমা,আল বারাকা ওএনার্জি প্যাক নামের কোম্পানি।
বেশ। কিছু দিন আগে একই এলাকায় এনার্জি প্যাকের ১০৬ মেঘা ওয়ার্ডের একটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে।বর্তমানে বেসরকারী ভাবে আরো তিন বিদ্যুত কেন্দ্রের কাজে হাত দেওয়াতে ইতি মধ্যে এলাকার বেশ কিছু সরকারী খাস জমি জায়গাও দখল হয়েছে।প্রভাবশালী কিছু মহল, ঘষ খোর কিছু কর্মকতা অর্থের বিনিময়ে সরকারী জায়গা দখল করে নিচ্ছে।তাদের সাথে জড়িয়ে পড়ছে সরকারী দলের কিছু ও প্রভাব শালী স্হানীয় বি,এন,পির নেতারা।মামলা হামলার ভয়ে এলাকার জনসাধারন কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা।নতুন বিদ্যুত কেন্দ্র নির্মান করতে গিয়ে শত বছরের ছোট বড় গাছ কেটে সাভার করচ্ছে। কোলাগাঁও বাসীর অভিযোগ লোকালয়ে এসে পর পর তিন বিদ্যুৎ কেন্দ্র নির্মান হলে শব্দ দুষন,ও ধোয়াই এলাকায় পরিবেশ বিপযর্যের আশংকা দেখা দিবে।
রাতের বেলায় এলাকাবাসী টিকমত ঘুমাতে পারেনা,।ছোট ছোট কোমল মতি ছেলে মেয়েরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।ইতি মধ্যে সমাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেক সচেতন নাগরীক তার প্রতিবাদ সরুপ ক্ষোভ জানিয়েছেন।এলাকাবাসী অভিযোগ বড় বড় শিল্প কারখান হলেও পর্যাপ্ত পরিমানে রাস্তাঘাট,পানি,গ্যাস কোন কিছুই এলাকাবাসী দারপ্রান্তে পৌছাইনি।শিল্প এলাকা হলেও অল্প বৃস্টিতে রাস্তাঘাটের বেহাল অবস্তা যা কৃতপক্ষের নজরে আসেনা।নিরহ এলাকাবাসীর অভিযোগ এই ভাবে একের পর এক শিল্প কারাখানা হলে কিছু দিন পর বাপ দাদর ভিটে মাটি ছেড়ে যাযাবর দিন যাপন করতে হবে।ফসলি জমি হাত ছাড়া হয়ে যাচ্ছে পানি দামে।এলাকার কিছু প্রতারক চক্র কোশলে হাতিয়ে নিচ্ছে ফসলি জমি।তারপরও বিভিন্ন সময় মারামারি ঝগড়া লেগে সব সময়।এত কারখানা হবার সুবাধে এলাকার ছেলে মেয়েরা চাকুরী কোন অগ্রধীকার পাইনা।স্হানীয় প্রভাবশালীর নেতাদের কারনে।এক শ্রেনীর লোভী কিছু ব্যক্তি সরকারী খাসের জমি দখল করে কোম্পানি লোকের কাছে বিক্রি করে যাচ্ছে।এলাকাবাসী এই নিয়ে উপজেলা ভুমি প্রশাসন সহকারী কমিশনারকে অবহিত করেছেন।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন