"পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এবার চট্টগ্রামের চান্দগাঁও ওয়ার্ডে ক্লিন বাংলাদেশ"
পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে জনগণকে সচেতন করতে এবার চট্টগ্রাম নগরীর ৪ নং
ওয়ার্ড চান্দগাঁও এলাকায় যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী
সংগঠন ক্লিন বাংলাদেশ। ২৯ জানুয়ারী বেলা ১১টায়
নগরীর বহদ্দার হাট টার্মিনাল সম্মুখে
স্বাধীনতা কমপ্লেক্স এর সামনে উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্ভোধক হিসেবে
উপস্থিত ছিলেন উক্ত এলাকার সম্মানিত কাউন্সিলর জনাব সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি
ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও সাপ্তাহিক সিটিজি নিউজের সম্পাদক মো: নুরুল কবির।সাজ্জাদ
হোসেন সাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার ইউনিটির সভাপতি
জনাব কিরণ শর্মা । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের সভাপতি লায়ন মোঃ আবু
ছালেহ্।সঞ্চালনায় ছিলেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি ।
জাতীয় সঙ্গীত এবং ক্লিন বাংলাদেশের শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের
সুচনা করা হয় ।
অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্যে কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ বলেন কার্য্যক্রমটি
৪নং ওয়ার্ডের উদ্ভোধন করায় তিনি আনন্দিত এবং ক্লিন বাংলাদেশের টিম কে যেকোন সময় যেকোন
মুহুর্তে সর্বাত্বক সহযোগীতা করার আশ্বাস দেন। এই জনসচেতনতা কার্য্যক্রম একদিন সারা
বাংলাদেশের পরিচ্ছন্নতা নিয়ে আসবে। ক্লিন বাংলাদেশ একদিন সমগ্র বাংলাদেশে পরিস্কার
ও পরিচ্ছন্নতার জনসচেতনতা তৈরী করতে পারবে।
বিশেষ অতিথি নুরুল কবির তার বক্তব্যে বলেন আমরা সকলে ক্লিন বাংলাদেশের
ভলান্টিয়ার এখানে কেউ বড় ছোট নেই। সচেতনার উপর জোর দিয়ে বলেন ক্লিন বাংলাদেশ একদিন
সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে সেই প্রত্যাশা করি। ক্লিন বাংলাদেশের কার্য্যক্রম এর সাথে
সব সময় আমি আছি এবং থাকব।
শওকত হোসেন জনি বলেন ক্লিন বাংলাদেশ সকল স্বেচ্ছাসেবীদের প্লাটফর্ম। এখানে
দল মত নির্বিশেষে সকলের সহযোগীতায় আমরা গড়ে তুলব পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ। আমরা
প্রতিটি ওয়ার্ডে সচেতনতা কার্যক্রম করার জন্য সকলের সহযোগীতা কামনা করছি। বিশেষ করে
মাননীয় মেয়র মহোদয়ের সর্বাত্বক সহযোগীতা কামনা করছি।
সভাপতি লায়ন আবু ছালেহ্ বলেন পরিচ্ছন্নতার এই স্বপ্ন লালন করে গড়ে তোলা
সংগঠনের আমরা সবাই স্বেচ্ছাসেবক।
গত ২৭ই ডিসেম্বর ৬নং পূর্ব ষোলশহরে
ও ৯ই জানুয়ারী ৭ নং পশ্চিম ষোলশহরের পর এবার ক্লিন বাংলাদেশ সচেতনতার আলো ছড়িয়ে দিতে
নিজেদের যাত্রা শুরু করে ৪ নং ওয়ার্ড চান্দগাঁও এলাকায় । ক্লিন বাংলাদেশ ধীরে ধীরে
বন্দর নগরীর চট্টগ্রামকে শতভাগ পরিষ্কার ঘোষণা করবে এবং সারা বাংলাদেশে ধারাবাহিক ভাবে
কার্য্যক্রম করে যাচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম
সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত চলে। এই কার্যক্রম এ প্রায় অর্ধশতাধিক সেচ্ছাসেবী
অংশগ্রহণ করেন। মনিটরিং টিম লিডার রিমা ও ৪ নং টিম লিডার বেলাল কার্যক্রম পরিচালনা
করেন।
Comments
Post a Comment