২য় বার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন মো: আবদুল হামিদ


দেশের ২১তম প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ । আজ বুধবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদের মনোনয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে একক প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হিসেবে ঘোষণা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচন কমিশনে যাওয়া আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। আ স ম ফিরোজ বলেন, ‘আমরা রাষ্ট্রপতির মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্যবেক্ষণে এসেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করে ১৯৯১ সালের নির্বাচনী আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেছেন

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন