জেদ্দা সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদ আমির মাহাতাব আঞ্চলিক শাখা কমিঠি গঠিত।
মো: জসিম উদ্দিন (সৌদি আরব):
গত ৬ ফেব্রুয়ারী সৌদি আরবে জিদ্দা আমির মাহাতাব বঙ্গবন্ধু আঞ্চলিক শাখা কমিঠির সভা ঝাকজমক ভাবে স্হানীয় একটি হোটেলে অনুষ্টিত হয়।
সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি গঠিত হয়। নব গঠিত কমিঠিতে সভাপতি হিসাবে জনাব ইসাহাক মাহামুদ ও সাধারন সম্পাদক হিসাবে জনাব মোরশেদ আলম কে নিয়ে ২১ সদস্য বিশিষ্ট আমির মাহাতাব আঞ্চলিক শাখা গঠন করে। সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদের জেদ্দাস্থ কেন্দ্রীয় কমিঠির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আতাউর রহমানকে উক্ত কমিটির লিপি জমা দেওয়া হয়।
নতুন সভাপতি ও সাধারন সম্পাদক আশা প্রকাশ করেন আগামীতে সবাই কে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এবং জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীতে রাজপথে এক থাকবে বলে অংগীকার করেন।

Comments
Post a Comment