ধর্মান্তরিত হওয়ায় ছেলেকে ত্যাজ্য পুত্র করল পিতা

বাকলিয়া প্রতিনিধি : চট্টগ্রামের বাকলিয়া থানার চাকতাই হাজী মকবুল আলী সওদাগর রোডের অধিবাসী ফ্লাওয়ার সেন কে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন তার পিতা মিলন কান্তি সেন।
গত ৬ জুন ২০১৬ তারিখে চট্টগ্রাম নোটারী পাবলিক এর কার্যালয়ে এ্যাফিডেভিট করে পুত্র ফ্লাওয়ার সেনকে ধর্মান্তরিত হওয়ার  কারণে ত্যাজ্য করেন মিলন কান্তি সেন। এফিডেভিট ঘোষণায় তিনি উল্লেখ করেছেন ফ্লাওয়ার সেন সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে। এর ফলে তিনি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন । তার এই কর্মকান্ডের জন্য সন্তান কে নোটারি পাবলিক এর মাধ্যমে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন। এ কারণে তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি হতে এই নোটারি পাবলিক ঘোষনার মাধ্যমে নিঃস্বত্ত্ববান হবে।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন