অসহায় প্রতিবন্ধী দিলোয়ারা বেগমের ২৪ শতক জমি প্রভাবশালীদের দখলের অভিযোগ।
পটিয়া প্রতিনিধি :পশ্চিম পটিয়া কালার পোল পুলিশ ফাড়ির অন্তর্গত ফোর এইচ গ্রুপের এমড়ি গওহর সিরাজ জামিল এর বিরুদ্ধে প্রতিবন্ধী দিলোয়ারা বেগম ও তার ভাই এনামুল হক ও পিয়ার আহমদ গং এর জায়গা জোর পুর্বক স্হানীয় প্রভাবশালীদের যোগসজোগে ইটের দেওয়াল দিয়ে দখল করার অভিযোগ করেন।
বাদী এনামুল হক ও পিয়ার আহমদ ও প্রতিবন্ধী বোন দেলোয়ারা বেগম জানাই।বিগত অনেক বছর ধরে বার বার যোগাযোগ করার পরও তারা কর্নপাত না করে বাদী পক্ষকে নানা ধরনের হয়রানী করে। নিরুপায় হয়ে বাদী পক্ষ আদালতে মামলা করে।ঐ মামলায় মাহামান্য আদালত বাদী পক্ষকে রায় প্রদান করে।তার পরও বিবাদী তালবাহানা শুরু করে দে।বাদী কে বেশী বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলার হুমকি দিতে থাকে কর্মচারী ও প্রভাবশালীরা।আবার নিরুপায় হয়ে পটিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেন।বাদী এনামুল হক।বিবাদী ১;গওহর সিরাজ জামিল!২,দেলোয়ার হোসেন জেকী,৩" আলমগীর চৌং সহ, সর্বসাং ৭৭৮ ডিটি রোড় আসকারাবাদ,থানা ডবলমুরিং,জেলা চট্টগ্রাম, বর্তমানে ফোর এইচ ডাইনিং এন্ড প্রিন্টিং লিঃ কালার পোল,চাপড়া পটিয়া, চট্টগ্রাম। মোজা,চাপড়া কালার পোল,উপজেলা,পটিয়া,জেলা,চট্টগ্রাম। আর,এস খতিয়ান নং ২৮০! আর এস, দাগ নং ৭৭৫ বি,এস দাগ নং ১০৪৪/১০৫৪ দাগের আন্দর ২৪ শতক জায়গা দখল পাওয়ার জন্য পটিয়া থানায় অভিযোগ দাখিল করেন S,D,R NO, ৩৩৫/১৮ তাং ৩/২/২০১৮.
বাদী পক্ষ আরো অভিযোগ করেন বিবাদী পক্ষ শক্তিশালী হওয়াই তারা এলাকায় স্বাভাবিক ভাবে চলাফেলা করতে পারেনা।বিবাদী পক্ষ তাদের পরিবারের সদস্যদের প্রতি নিয়ত হুুমকি দিয়ে যাই।মামলা তুলে নেওয়ার জন্য।তাই বাদী এনামুল হক,পেয়ার আহমদ,এক মাএ প্রতিবন্ধী বোন দিলোয়ারা কে নিয়ে অসহায় ভাবে দিন রাত কাটাতে ভয় ভীতির মাঝে।প্রতিবন্ধী একমাএ বোন দিলোয়ারা আবেদন বাংলাদেশ সরকার ও বিজি, এমই,। বিকে এমই ও এলাকাবাসীর সহায়তা চাই।চাই একটু প্রতিবন্ধী হিসাবে সরকার কাছে সুষ্ট বিচার।

Comments
Post a Comment